রোগীদের মেডিক্যাল রিপোর্ট দিয়েই কি তৈরি হচ্ছে হাসপাতালের পেপার ডিশ? এই প্রশ্ন সামনে রেখে, একটি ভিডিয়ো সদ্য ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে মুম্বইয়ের কিং এডওয়ার্ড হাসপাতালের ছবি দেখা যাচ্ছে। ভিডিয়ো সদ্য হয়েছে ভাইরাল। এদিকে, ভিডিয়ো নিয়ে তোলপাড় শুরু হয়েছে। গোটা ঘটনা নিয়ে নেটপাড়া জানতে চেয়েছে হাসপাতালের বক্তব্য।
ভিডিয়োয় যে পেপার প্লেট দেখা যাচ্ছে, তাতে দেখা গিয়েছে, কিং এডওয়ার্ড মোমোরিয়াল হাসপাতালের নাম। আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে, ওই পেপার প্লেটে রয়েছে রোগীর নাম, হাসপাতালের নাম, রোগীর মেডিক্যাল তথ্য সম্পর্কিত বিস্তারিত তথ্য। গোটা ঘটনা নিয়ে মুম্বইয়ের রাজনীতিতে শোরগোল। মুম্বইয়ের আগের মেয়র এবং উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনার নেতা কিশোরী পেদনেকার এই গোটা ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে খাবারের প্লেটে রোগী ও হাসপাতালের নাম দেখা যাচ্ছে। এই দুইটি দেখেই অনেকে ধারণা করেছেন যে, হাসপাতালে রোগীদের মেডিক্যাল রিপোর্ট দিয়েই তৈরি হচ্ছে খাবারের পেপার ডিশ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ সেই দাবি নস্যাৎ করেছে। হাসপাতালের ডিন পরে জানিয়েছেন, ওই খাবারের প্লেট মোটেও রোগীদের রিপোর্ট দিয়ে তৈরি হয়নি। সেগুলি পুরনো সিটিস্ক্যানের ফোল্ডার দিয়ে তৈরি হয়েছে।
(রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে আটকে থাকা ভারতীয়দের প্রসঙ্গ উঠল জয়শঙ্কর-ল্যাভরভ বৈঠকে! গভীর উদ্বেগ প্রকাশ ভারতের বিদেশমন্ত্রীর )
( Biggest password Hack:ইতিহাসের সবচেয়ে ভয়ানক হ্যাকিং! ৯৯৫ কোটি পাসওয়ার্ড হল চুরি, সতর্ক থাকতে কী করণীয়?)