ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ইরান। ট্রাম্পকে গ্রেফতার করার জন্য ইন্টারপোলকে অনুরোধ করেছে ইরান। তবে ইতিমধ্যেই ইন্টারপোল এই আবেদন খারিজ করে দিয়েছে। ফলে আপাতত ট্রাম্পের গ্রেফতার হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। ট্রাম্প ও ৩৫ জনের বিরুদ্ধে কাসেম সোলেইমানি হত্যা করার অভিযোগ এনেছে ইরান। খুন ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। ট্রাম্পের বিরুদ্ধে ইন্টারপোলকে রেড কর্নার নোটিস জারি করার অনুরোধ করেছে তেহরান। ইন্টারপোল জানিয়েছে রাজনৈতিক কার্যকলাপ বিষয় নোটিস পাঠানোর নিয়ম নেই তাদের গাইডলাইনস অনুযায়ী। সেই কারণে ইরানোর অনুরোধ গ্রাহ্য করা হবে না বলে জানিয়েছে সংস্থা।ইরানের জন্য নিযুক্ত মার্কিন বিশেষ দূত ব্রায়ান হুক বলেন যে এটা প্রোপাগান্ডা স্টান্ট। অর্থাত্ শুধু প্রচারের জন্য এই গ্রেফতারি পরোয়ানা ইরান জারি করেছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন যে এটা কেউ গুরুত্বের সঙ্গে দেখবে না। বরং ইরানের লোকদের আরও বোকা বলবে সারা বিশ্ব। বাঘদাদ এয়ারপোর্টৈর কাছে সোলেইমানিকে হত্যা করে মার্কিন যুক্তরাষ্ট্র। এই নিয়ে তখন থেকেই ক্ষিপ্ত ইরান।