গত রবিবার ইন্ডিগোর দিল্লি-গোয়া উড়ানে পাইলটকে ঘুষি মারার ঘটনাটি ঘটেছিল। দীর্ঘক্ষণ বিলম্বের পর সেই বিমানের পাইলট বদল হয়। তারপরে নতুন পাইলট এসে আরও এক দফায় উড়ান বিলম্বের ঘোষণা করেন। এরপরই বিমানের পিছন দিক থেকে উঠে এসে পাইটকে মেরে বসেন সাহিল।
সাহিল কাটারিয়া
গত রবিবার কুয়াশার জন্য দিল্লিতে বিমান চলাচলে অনেক সমস্যা হয়েছিল। আর তারই মধ্যে ইন্ডিগোর পাইলটকে ঘুষি মেরে শিরোনামে উঠে আসেন সাহিল কাটারিয়া নামক এক যাত্রী। গ্রেফতার হওয়ার পর সাহিল দাবি করেছিলেন, তিনি গোয়ায় যাচ্ছিলেন হানিমুনে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা উড়ান দেরি হওয়ায় তিনি অধৈর্য হয়ে পড়েন। তবে সাহিলের এই দাবি উড়িয়ে দিয়েছে দিল্লি পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, সাহিলের বিয়ে পাঁচ মাস আগেই হয়ে গিয়েছে। এদিকে অভিযুক্ত সাহিল কাটারিয়াকে আপাতত নো ফ্লাই লিস্টে রাখা হয়েছে। (আরও পড়ুন: 'পাইলটকে ঘুষি মারার ঘটনার আড়ালে নিজেদের ভুল লুকোচ্ছে ইন্ডিগো', বিস্ফোরক যাত্রী)
প্রসঙ্গত, গত রবিবার ইন্ডিগোর দিল্লি-গোয়া উড়ানে পাইলটকে ঘুষি মারার ঘটনাটি ঘটেছিল। দীর্ঘক্ষণ বিলম্বের পর সেই বিমানের পাইলট বদল হয়। তারপরে নতুন পাইলট এসে আরও এক দফায় উড়ান বিলম্বের ঘোষণা করেন। এরপরই বিমানের পিছন দিক থেকে উঠে এসে পাইটকে মেরে বসেন সাহিল। পরে দেখা যায় ইন্ডিগোর অভিযোগের ভিত্তিতে সেই যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনেন সিআইএসএফ জওয়ানরা। পরে দিল্লি পুলিশ নাকি সাহিলকে গ্রেফতার করেছিল। পরে অবশ্য জামিন পেয়েছেন সাহিল। এদিকে সাহিলের হাতে প্রহৃত পাইলটের নাম অনুপ কুমার। (আরও পড়ুন: সিমকার্ড, ইন্টারনেট ছাড়াই ভিডিয়ো দেখা যাবে ফোনে! যুগান্তকারী পরিকল্পনা সরকারের)