আবারও আয়ারল্যান্ডে বর্ণবিদ্বেষের শিকার হলেন ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা।আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের রাস্তায় ফেলে ওই ভারতীয় বংশোদ্ভূতকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে একদল কিশোরের বিরুদ্ধে। অভিযোগ, একদল কিশোর ভারতীয় বংশোদ্ভূত সন্তোষ যাদবকে নির্মমভাবে মারধর করে গালের হাড় ভেঙে পালিয়ে যায়।আর সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা লিঙ্কডইনে পোস্ট করেছেন সন্তোষ যাদব।
লিঙ্কডইনে ভারতীয় বংশোদ্ভূত লিখেছেন, 'রাতের খাবার খাওয়ার পর, আমি আমার অ্যাপার্টমেন্টের কাছে হাঁটছিলাম, তখন ছ'জন কিশোরের একটি দল পেছন থেকে আমার উপর আক্রমণ করে। তারা আমার চশমা ছিনিয়ে নেয়, ভেঙে দেয় এবং তারপর আমার মাথা, মুখ, ঘাড়, বুক, হাত এবং পায়ে নির্মমভাবে মারধর করে - ফুটপাতে আমাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। এরপর আমি পুলিশকে ফোন করি, এবং একটি অ্যাম্বুলেন্স আমাকে ব্লাঙ্কার্ডস্টাউন হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা করে মেডিকেল টিম জানায় যে আমার গালের হাড় ভেঙে গিয়েছে। এখন আমাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার করা হয়েছে।' একই সঙ্গে তিনি দাবি করেছেন, আয়ারল্যান্ডে ভারতীয়দের বিরুদ্ধে হিংসার ঘটনা বৃদ্ধি পেয়েছে। তিনি অভিযোগ করেন যে কর্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। তাঁর কথায়, 'তারা স্বাধীনভাবে পালিয়ে বেড়াচ্ছে এবং আবার আক্রমণ করার জন্য উৎসাহিত হচ্ছে।'
আরও পড়ুন-নিউ ইয়র্ক হামলায় বিতর্কে জোহরান, নিহত বাংলাদেশি পুলিশ কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ
সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি আয়ারল্যান্ড সরকার, ডাবলিনে অবস্থিত ভারতীয় দূতাবাস, ভারতের বিদেশ মন্ত্রক এবং আয়ারল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত অখিলেশ মিশ্র-সহ বেশ কয়েকটি সরকারি সংস্থাকে ট্যাগ করেছেন সন্তোষ যাদব। আর তাঁর এই ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। একজন পোস্ট করেছেন, 'এটা পড়ে খুব দুঃখিত।' আরেকজন লিখেছেন, 'ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আমি আশা করি তুমি ভালো আছো এবং সঠিক ওষুধ খাচ্ছো। এই ধরনের ঘটনা দিন দিন বাড়ছে।' তৃতীয় একজন মন্তব্য করেছেন, 'এটা খুবই দুঃখজনক এবং বিরক্তিকর। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।' চতুর্থজন আবার লিখেছেন, 'খুব বিরক্তিকর। এই গ্যাংগুলির কোনও ভয় নেই। আর সবচেয়ে খারাপ দিক? সরকারের নীরবতা। কোনও পদক্ষেপ নেই।'
আরও পড়ুন-নিউ ইয়র্ক হামলায় বিতর্কে জোহরান, নিহত বাংলাদেশি পুলিশ কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ