আমরা সকলেই চোখ বন্ধ করে যার ওপর ভরসা করতে পারি। যিনি কখনও আমাদের ইচ্ছাকে অস্বীকার করে না, সেই নিঃশর্ত ভালোবাসা এবং সৌন্দর্যের সম্পর্ককে আমরা মা বলি। আবার কোনও কোনও মা নিজের স্বার্থে হয়ে উঠেন সন্তানের শত্রু।এমনই নির্মম ঘটনা ঘটেছে ইন্ডিয়ানায়।২০২৩ সালে ছেলের উপর ১৫৪ কেজি ওজনের পালিতা মা উঠে বসায় মৃত্যু হয় ১০ বছরের ডাকোটা লেভি স্টিভেন্স-র। এবার সেই পালিত মা জেনিফার লি উইলসনকে দোষী সাব্যস্ত করে ৬ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
আরও পড়ুন -Journalist Murder in Uttarpradesh: যোগীরাজ্যে সাংবাদিক খুন! হাইওয়েতে পরপর গুলি
২০২৩ সালের ২৫ এপ্রিল উইলসনের বাড়িতে পৌঁছাতেই দেখে, ১০ বছরের শিশুটি সংজ্ঞাহীন অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। পুলিশ তার ঘাড় এবং বুকে আঘাতের চিহ্নও দেখতে পায়। পরে হাসপাতালে শিশুর মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, ডাকোটা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার শরীরে গুরুতর আঘাত ছিল। যকৃৎ এবং ফুসফুসে রক্তক্ষরণও হয়েছিল। জেরায় পালিতা মা তদন্তকারীদের জানান, ডাকোটা বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল।পরে তাঁকে প্রতিবেশীর বাড়িতে খুঁজে পাওয়া যায়।ডাকোটাকে জোর করে বাড়িতে নিয়ে আসার পরেও সে তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ।ওই মহিলা আরও দাবি করেন, ডাকোটা ফের বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার হুমকি দেন।এরপরেই ক্ষুব্ধ হয়ে ওই মহিলা প্রায় পাঁচ মিনিট ছেলের উপর বসে পড়েন। তদন্তকারীরা জানান, মায়ের ওজনের ভারে ডাকোটা যখন নড়াচড়া বন্ধ করে দিয়েছিল, তখন ওই মহিলা ভেবেছিলেন তাঁর ছেলে অভিনয় করছে। পরে ছেলের অবস্থার অবনতি হলে পুলিশে ফোন করেন তিনি।
আরও পড়ুন -Journalist Murder in Uttarpradesh: যোগীরাজ্যে সাংবাদিক খুন! হাইওয়েতে পরপর গুলি
পরে আদালতে উইলসন দাবি করেন, সন্তানকে তাঁর খুন করা উদ্দেশ্য ছিল না। তাঁর কেবল উদ্দেশ্য ছিল ছেলেকে পালিয়ে যাওয়ার থেকে বাধা দেওয়া। এক প্রতিবেশী তদন্তকারীদের জানিয়েছেন, মেডিকেল ইমার্জেন্সির আগে ডাকোটা তাদের বাড়িতে ছুটে এসেছিল। এবং তাঁকে দত্তক নিতে বলেছিল কারণ তার বাবা-মা তাকে মারধর করত। তবে তিনি ছেলেটির শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখতে পাননি।তবে কিছুক্ষণ পরেই উইলসন তার ছেলেকে ফিরিয়ে নিতে যেতে এসেছিলেন।