বাংলা নিউজ > ঘরে বাইরে > Indian Onion Tariff impact on Bangladesh: কথায় কথায় ভারতের নামে কুৎসা, সেই ভারতই ইদের আগে বড় 'উপহার' দিল বাংলাদেশকে
পরবর্তী খবর
বিগত দেড় বছর ধরে ভারতে পেঁয়াজ রফতানির ওপর বিধিনিষেধ জারি ছিল। এই আবহে বাংলাদেশে ভারতীয় পেঁয়াজের দাম ছিল ঊর্ধ্বমুখী। তবে এবার ভারতের তরফ থেকে রফতানি শল্ক তুলে নেওয়া হল এবার। এই আবে ইদের আগে বাংলাদেশে পেঁয়াজের দাম কমতে পারে বলে দাবি করা হয়েছে 'প্রথম আলো'র রিপোর্টে। এর আগে এত দিন ভারত সরকার পেয়াঁজ রফতানির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছিল। (আরও পড়ুন: ক্যান্টনমন্টে দীর্ঘ বৈঠক বাংলাদেশ সেনার, গল্প বানিয়ে এবার চাপে পড়বে 'বাচ্চারা'?)