দু'দিন আগেই বঙ্গোপসাগর থেকে ২৭ জন বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করেছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ 'আমোঘ'। আর এবার ফের বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের উদ্ধার করল কোস্ট গার্ড। জানা গিয়েছে, বিশাখাপত্তনমের অদূরেই একটি মাছ ধরার বোটে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোস্ট গার্ডের জাহাজ। এরপর সেখান থেকে আগুনে ঝলসে যাওয়া ৯ জন মৎস্যজীবীকে উদ্ধার করে উপকূলরক্ষী বাহিনী। 'দুর্গা ভবানী' নামক সেই মাছ ধরার বোটে থাকা সকল মৎস্যজীবী গুরুতর ভাবে আহত হলেও প্রাণহানীর কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কোস্ট গার্ড। আপাতত বিশাখাপত্তনমের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন সেই ৯ মৎস্যজীবী। (আরও পড়ুন: '১৫ লাখের অপেক্ষায় অনেকে ওপরে চলে গিয়েছে', মোদীর 'প্রতিশ্রুতি' নিয়ে বেলাগাম দিলীপ ঘোষ)
আরও পড়ুন: প্রচারে গিয়ে মহা বিপাকে মহুয়া, চরম বিশৃঙ্খলা TMC প্রার্থীকে ঘিরে
এই ঘটনা প্রসঙ্গে ভারতীয় কোস্ট গার্ড ভোররাতে একটি বিবৃতি জারি করে। তাতে বলা হয়, 'বিশাখাপত্তনম থেকে প্রায় ৬৫ নটিক্যাল মাইল দূরে সমুদ্রে ভারতীয় মাছ ধরার নৌকা 'দুর্গা ভবানী'-তে আগুন লেকে গিয়েছিল। সেই খবর পেয়ে ইন্ডিয়ান কোস্ট গার্ড জাহাজ 'বীরা'-কে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। সেখান থেকে গুরুতর দগ্ধ অবস্থায় ৯ জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের জাহাজে থাকা মেডিক্যাল টিম তাৎক্ষণিক ভাবে তাঁদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে সেই জাহাজে করেই তাঁদের বিশাখাপত্তনমে আনা হয়েছে। অগ্নিদগ্ধ অবস্থায় থাকলেও ৯ জন মৎস্যজীবীর সকলেই জীবিত। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।'
আরও পড়ুন: এবার UPI ব্যবহার করে ব্যাঙ্কে জমা করা যাবে টাকা! ভাবনাচিন্তা RBI-এর