ভারত-পাকিস্তান জলসীমার কাছে রবিবার ঘটে গিয়েছে এক রুদ্ধশ্বাস ঘটনা। সেখানে ৭ ভারতীয় মৎস্যজীবীকে পাকড়াও করে নিয়ে যাচ্ছিল পাকিস্তানের নজরদারিমূলক জাহাজ। ওই জাহাজে ভারতের ৭ জন মৎস্যজীবীকে নিয়ে পাকিস্তানের দিকে যেতে চাইছিল জাহাজটি। জলপথে সেই পাক জাহাজকে রুখে দেয় ভারতীয় কোস্ট গার্ড। তারা পাকিস্তান মেরিটাইমস সিকিউরিটি এজেন্সিকে বোঝাতে সক্ষম হয়, যাতে তারা ভারতীয় মৎস্যজীবীদের ছেড়ে দেয়। একফোঁটা জমি না ছেড়ে শেষমেশ ওই ৭ ভারতীয়কে নিয়েই দেশে ফেলে কোস্ট গার্ড।
পাকিস্তানের ওই জাহাজ মৎস্যজীবীদের পাকড়াও করে নিয়ে যাওয়ার সময়, সেই পাকিস্তানি জাহাদকে ২ ঘণ্টা ধরে রুদ্ধশ্বাসে তাড়া করে ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ। জানা গিয়েছে, পাকিস্তানি জাহাজ নুসরতকে তাড়া করে ভারতীয় কোস্ট গার্ড। ঘটনাক ভিডিয়োও সামনে আসে। জানা গিয়েছে, ভারতীয় মৎস্যজীবীদের ধরে নিয়ে পাকিস্তানি জলসীমায় যাচ্ছিল জাহাজটি। জানা গিয়েছে, যাঁদের উদ্ধার করা হয়েছে, সেই ৭ মৎস্যজীবী সুস্থ রয়েছেন। তবে যে ভারতীয় নৌকা থেকে ওই মৎস্যজীবীদের উদ্ধার করা হয়েছে, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গিয়েছে এই জাহাজ, ‘কাল ভৈরব’, বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে গিয়েছে।
( Anmol Bishnoi:বাবা সিদ্দিকির হত্যা সহ বহু হাইপ্রোফাইল কেসে অভিযুক্ত! গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল আটক আমেরিকায়)
(Pakistan Air Pollution: AQI হাজার পার! দিল্লি নয়,পাকিস্তানের এই শহর বায়ু দূষণের নিরিখে বিশ্বে ১ নম্বরে, পরিস্থিতি ভয়াবহ)
( BJP WhatsApp Pramukh:প্রথমবার…বিজেপি নিয়োগ করল ‘হোয়াটসঅ্যাপ প্রমুখ’! মধ্যপ্রদেশের রাজনীতিতে ঝড় তুলছেন রামকুমার চৌরাসিয়া)
ভারতীয় কোস্ট গার্ডের সঙ্গে, গোয়েন্দা দফতর, রাজ্য পুলিশ, মৎস্যবিভাগ গোটা পরিস্থিতি যাচাই করে দেখছে। জানা গিয়েছে,'কাল ভৈরব' নামের মাছ ধরার ওই নৌকা থেকে ভারতীয় মৎস্যজীবীদের তুলে নেওয়া হয় পাকিস্তানে জাহাজে। এরপরই রবিবার দুপুর ৩.৩০ নাগাদ কোস্ট গার্ড একটি বিপদ সংকেতমূলক কল পায় এক ভারতীয় নৌকা থেকে। নৌকা তখন ছিল ‘নো ফিশিং জোন’ এ। অর্থাৎ জলসীমার সেই জায়গায় কোনও দেশের মৎস্যজীবীরাই মাছ ধরতে পারবে না। এদিক, কোস্ট গার্ড জানতে পারে যে, ভারতীয় নৌকা ‘কাল ভৈরব’ থেকে ৭ মৎস্যজীবী সমেত এক ভারতীয় নৌকাকে পাকড়াও করেছে এক পাকিস্তানি জাহাজ। কাল বিলম্ব না করে জলপথে ওই পাকিস্তানি জাহাজকে ধাওয়া করে ভারতীয় কোস্ট গার্ড। এরপই আসে সাফল্য।