উত্তর সিকিমে সীমান্ত বরাবর ভারতীয় ও চিনা সেনার মধ্যে সংঘর্ষে জড়িয়েছিল। হিন্দুস্তান টাইমসের খবরে সিলমোহর দিল ভারতীয় সেনা। সেই ঘটনায় দু'পক্ষের কয়েকজন জওয়ান আহত হয়েছে বলে সেনার তরফে জানানো হয়েছে।রবিবার সকালে হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদনে জানানো হয়, উত্তর সিকিমে নাকু লা সেক্টরের কাছে (মুগুথাঙের আগে) দু'দেশের সেনা সংঘাতে জড়িয়েছিল। হাতাহাতি, ঘুষিতে দু'পক্ষের ১১ জন আহত হন। পরে ভারতীয় সেনার তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, ‘(হিন্দুস্তান টাইমসের) প্রতিবেদনে যে সংঘাতের কথা বলা হয়েছে, তা হয়েছিল। দু'পক্ষের আক্রমণাত্মক আচরণের কারণে জওয়ানরা আহত হয়েছেন।’সেনার তরফে জানানো হয়েছে, সীমান্ত নিয়ে বিবাদ থাকায় দু'দেশের জওয়ানদের মধ্যে এরকম ‘সাময়িক এবং স্বল্পক্ষণের সংঘাত’ হয়। এবার স্থানীয় স্তরে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটমাট করে নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘নির্ধারিত প্রোটোকল অনুযায়ী এইসব বিষয় পারস্পরিকভাবে মিটিয়ে নেয় সেনা।’ প্রাক্তন এক উচ্চপদস্থ আধিকারিক জানান, নাকু লা এলাকা ঐতিহাসিকভাবে সংঘাত প্রবণ নয়। তবে দু'দেশের মধ্যে সংঘাতের কম নজির নেই। সীমান্ত বিবাদের কারণে ১৯৬২ সালে দু'পক্ষের যুদ্ধ হয়। তারপরও বছরে গড়ে ৪০০ বারের মতো প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর এরকম সংঘাতের খবর মেলে।