রক্তক্ষয়ী সংঘর্ষ! ইরান থেকে ২ প্রতিবেশী দেশের নাগরিকদের উদ্ধারে ভারত
1 মিনিটে পড়ুন Updated: 21 Jun 2025, 04:19 PM ISTইজরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ভারত নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদেরও ইরান থেকে সরিয়ে নিয়ে আসবে।

ইজরায়েলের সঙ্গে সংঘর্ষের মধ্যেই আকাশসীমা খুলে দিয়েছে ইরান। আর সেই পথে দিয়েই দেশের নাগরিকদের সরিয়ে আনছে ভারত। এই আবহে শনিবার ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস ঘোষণা করেছে, ইজরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ভারত নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদেরও ইরান থেকে সরিয়ে নিয়ে আসবে। ভারতীয় দূতাবাসের তথ্য অনুযায়ী, নেপাল ও শ্রীলঙ্কা সরকারের কাছ থেকে যুদ্ধক্ষেত্র থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ এসেছে।
এক্স হ্যান্ডেলে ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, 'নেপাল ও শ্রীলঙ্কার সরকারের অনুরোধে, ইরানে ভারতীয় দূতাবাসের উদ্ধার কার্যক্রমে এখন থেকে নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।’ বিদেশ মন্ত্রক নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদের জন্য হেল্পলাইন নম্বরও জারি করেছে।এক্স বার্তায় বলা হয়েছে, 'নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকরা জরুরি ভিত্তিতে টেলিগ্রাম চ্যানেলে অথবা জরুরি যোগাযোগ নম্বরের মাধ্যমে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নম্বরগুলি হল, ৯৮৯০১০১৪৪৫৫৭; +৯৮৯১২৮১০৯১১৫; +৯৮৯১২৮১০৯১০৯।'
আরও পড়ুন-'ইজরায়েল-ইরান সংঘাতে ভারতের...,' মোদী সরকারের মৌনতাকে তোপ সনিয়ার
এদিকে, ভারত সংঘাতপূর্ণ অঞ্চল থেকে দেশের নাগরিকদের উদ্ধারের জন্য অপারেশন সিন্ধু চালু করেছে। শনিবার বিদেশ মন্ত্রক জানিয়েছে, অপারেশন সিন্ধুর অধীনে এখন পর্যন্ত ৫০০ জনেরও বেশি ভারতীয় নাগরিক ইরান থেকে দেশে ফিরেছেন।ইজরায়েলের সঙ্গে সংঘাত তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে ইরান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার গভীর রাতে এবং শনিবার ভোরে বহু ভারতীয় নাগরিক, পড়ুয়া দিল্লিতে পৌঁছেছেন। ভারত বুধবার ইরান থেকে দেশের নাগরিকদের সরিয়ে আনার জন্য অপারেশন সিন্ধু চালু করার ঘোষণা করেছে।মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স বার্তায় জানান, 'অপারেশন সিন্ধু ফ্লাইট ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনছে। ভারত একটি চার্টার বিমানে শিক্ষার্থী, তীর্থযাত্রী-সহ ইরান থেকে ২৯০ জন ভারতীয় নাগরিককে সরিয়ে নিয়েছে। ২০ জুন রাত ৯টা ৩০ মিনিটে বিমান নয়াদিল্লিতে পৌঁছায় এবং সচিব (সিপিভি এবং ওআইএ) অরুণ চ্যাটার্জি তাঁদেরকে স্বাগত জানান। ভারত সরকার ইরান সরকারের কাছে কৃতজ্ঞ, এই সরিয়ে নেওয়ার প্রক্রিয়া সহজ করার জন্য।'
আরও পড়ুন-'ইজরায়েল-ইরান সংঘাতে ভারতের...,' মোদী সরকারের মৌনতাকে তোপ সনিয়ার
আরও একটি পোস্টে তিনি তুর্কমেনিস্তান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার বিমানের বিবরণ শেয়ার করে বলেন, 'অপারেশন সিন্ধু অব্যাহত রয়েছে। তুর্কমেনিস্তানের আশগাবাত থেকে একটি বিলের জান জুন ভোর ৩টায় ইরানে থাকা ভারতীয়দের নিয়ে নয়াদিল্লিতে অবতরণ করে। এর ফলে, এখনও পর্যন্ত অপারেশন সিন্ধুর অধীনে ইরান থেকে ৫১৭ জন ভারতীয় নাগরিক দেশে ফিরে এসেছেন।' অপারেশন সিন্ধুর অধীনে সংঘাত-বিধ্বস্ত ইরান থেকে সরিয়ে নেওয়া ১১০ জন ভারতীয় নাগরিকের প্রথম দল বৃহস্পতিবার ভারতে পৌঁছেছে।
৳7,777 IPL 2025 Sports Bonus