ভারতে মাঙ্কিপক্সের ‘বিচ্ছিন্ন’ ঘটনার হদিশ মিলল। কার্যত, ভারতে প্রথম মাঙ্কিপক্সের প্রথম আক্রান্তের ঘটনা হিসাবে এই কেস-কে দেখা হচ্ছে। কেন্দ্রের তরফে দেশে এই মাঙ্কিপক্সের ঘটনার কথা জানিয়ে, সাফ বলা হয়েছে, এটি সফর-সংক্রান্ত একটি সংক্রমণ। বর্তমানে হু- যে ‘জনস্বাস্থ্য জরুরী অবস্থা’ ঘোষণা করেছে, এই কেসটি তার অংশ নয় বলে জানিয়েছে কেন্দ্র।
যে মাঙ্কিপক্সের হদিশ মিলেছে, তা ‘ওয়েস্ট আফ্রিকান ক্ল্যাড ২’ এর অংশ। জানা যাচ্ছে, যে ব্যক্তির শরীরে এই নমুনা পাওয়া গিয়েছে, তিনি মাঙ্কিপক্সে জেরবার হওয়া একটি দেশ থেকে ভারতে সফর করছিলেন। মাঙ্কিপক্সে আক্রান্তের হদিশ পেতেই সেই আক্রান্তকে আলাদা করে ‘আইসোলেশন’ এ রাখা হয়েছে। জানা গিয়েছে, ওই রোগী আপাতত স্থিতিশীল। তাঁর শরীরে আপাতত কোনও ‘সহরুগ্নতা’ বা ‘কোমর্বিডিটি’র সন্ধান পাওয়া যায়নি। জানা গিয়েছে, রাজধানী দিল্লিতে এই রোগীর হদিশ পাওয়া গিয়েছে। উল্লেখ্য, মাঙ্কি পক্সের ক্ল্যাড ১ -কে ঘিরে রয়েছে আশঙ্কা, জারি রয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা হু-র সতর্কতা।
(Durga Puja 2024 Devi Agomon Gomon:দুর্গাপুজো ২০২৪ এ দেবীর আগমন দোলায়, গমন কীসে? ফলাফল শুনলে চমকে উঠবেন, রইল পঞ্জিকামত )
( Durga Puja:পুজোয় ঘুরে নিন চান্দেরি! শাড়ির জন্য খ্যাত এলাকায় রয়েছে খুনি-দরওয়াজা, ফোর্ট সহ বহু কিছু দেখার, রইল রুট ও খরচ)