ভারতের পরমাণু শক্তিধর ব্যালাস্টিক মিসাইল সাবমেরিন আইএনএস অরিঘাত এবার নৌসনেয় কমিশনড হল। ফলে ভারতীয় নৌসেনা পেল নয়া সদস্য। এই নিয়ে ভারতীয় নৌসেনা পেল দ্বিতীয় পরমাণু শক্তিধর সাবমেরিন। বৃহস্পতিবার এই সাবমেরিনকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে কমিশন করা হয়। ভারতের পারমাণবিক কৌশলী প্রতিরোধ এই নয়া সাবমেরিনের হাত ধরে পাচ্ছে নয়া মাত্রা।
আইএনএস অরিঘাত, মূলত, আইএনএস অরিহন্তের উন্নততর সংস্করণ। আইএনএস অরিঘাতে কে ১৫ ব্যালাস্টিক মিসাইলের শক্তিকেও সংযুক্ত করা হবে। এই মিসাইলের ক্ষমতা ৭৫০ কিলোমিটারের রেঞ্জ পর্যন্ত। অর্থাৎ ৭৫০ কিলোমিটারের দূরের বস্তুতে আঘাত হানতে পারে এই মিসাইল। ফলে ভারতীয় নৌসেনার অস্ত্রভাণ্ডারে এই নয়া শক্তি প্রতিরাক্ষ ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ দিক। গত ২০১৭ সাল থেকে বিশাখাপত্তনমের শিপবিল্ডিং সেন্টারে এই সাবমেরিন তৈরি হচ্ছিল। সেই সময় থেকেই এই আইএনএস অরিঘাতকে ঘিরে দেশের নৌসেনার শক্তি বৃদ্ধিতে ধীরে ধীরে এগিয়ে যায় ভারত। ভারতের পরমাণু সাবমেরিন শক্তিতে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। মূলত, আইএনএস অরিঘাত, ভারতের স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের আওতায় কাজ করবে। এর আগে, ভারতের প্রথম SSBN হিসাবে আইএনএস অরিহন্ত কমিশনড হয়েছিল ২০১৬ সালে। এরপর এল অরিঘাত।( Green Line Metro on Sunday: এবার রবিবারেও গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো! পরিষেবা চালু ক'দিন পরই, জেনে নিন সময়-সূচি)