Karnataka Ministers: হাজার কোটির মালিক ডিকে, কর্ণাটকে ৩২ মন্ত্রীর মধ্যে ৩১ জনই কোটিপতি! বলছে এডিআর রিপোর্ট
Updated: 29 May 2023, 09:33 PM ISTকর্ণাটক মন্ত্রিসভায় সবচেয়ে কম অঙ্কের সম্পত্তি যাঁর রয়েছে তিনি মুধোলের তিম্মাপুর রামাপ্পা বালাপ্পা। তাঁর সম্পত্তির পরিমাণ ৫৮.৫৬ লাখ।
কর্ণাটকের ৩২ এর মধ্যে ১৮ জন মন্ত্রীর বয়স ৪১ থেকে ৬০ এর মধ্যে। এছাড়াও ১৪ জন মন্ত্রীর বয়স ৬১ থেকে ৮০ এর মধ্যে। মন্ত্রিসভার ২৪ জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। উল্লেখ্য, সদ্য গঠিত হয়েছে কর্ণাটকে মন্ত্রিসভা। তবে কে কোন মন্ত্রক পাচ্ছেন, তা এখনও জানা যায়নি। (PTI Photo/Shailendra Bhojak)(PTI05_27_2023_000146A)
(PTI) পরবর্তী ফটো গ্যালারি