১৯ এপ্রিল থেকে লোকসভা ভোট। এদিকে, আবগারি দুর্নীতি মামলায় ১৫ এপ্রিল পর্যন্ত জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে, নির্দেশ দিল্লির রউস অ্যাভিনিউ কোর্টের।
অরবিন্দ কেজরিওয়াল। (Photo by Sanjeev Verma/ Hindustan Times)
১৯ এপ্রিল থেকে দেশে শুরু হচ্ছে ২০২৪ লোকসভা ভোট। তার আগে ১৫ এপ্রিল পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালেরর ইডি হেফাজতের মেয়াদ বাড়ল। এদিন দিল্লির রউস অ্যাভিনিউ কোর্ট এমনই নির্দেশ দিয়েছে। তারফলে স্বভাবতই লোকসভা ভোটের আগে, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রীর বিপাক অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সোমবার কেজরিওয়ালকে কোর্টে তোলা হলে, তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী যা করছেন, তা দেশের জন্য ভালো নয়।’ এর আগেও , রবিবার ইন্ডি জোটের সভায় কেজরিওয়ালের স্ত্রী সুনীতাও দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে প্রধানমন্ত্রী মোদীর দিকে আঙুল তোলেন। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের আগে, আম আদমি পার্টি কোন পথে হাঁঁটে, সেদিকে তাকিয়ে দেশ।
প্রসঙ্গত, আজই শেষ হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রীর ইডি হেফাজত নিয়ে কোর্টের পূর্ববর্তী নির্দেশিত তারিখ। সেই নিরিখে আজ কোর্টে তোলা হয়েছিল কেজরিওয়ালকে। তাঁকে আবগারি দুর্নীতি মামলার তদন্তের স্বার্থে ১৫ দিনের ইডি হেফাজত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরই কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ১৫ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দেয়। কোর্টে ইডি দাবি করেছে, দিল্লির মুখ্যমন্ত্রী একেবারেই ‘সহযোগিতা করছেন না’। আর তার জেরেই এই ১৫ দিনের হেফাজত বৃদ্ধির দাবি কোর্টে জানায় ইডি। এর আগে, কেজরিওয়ালের তরফে দিল্লি হাইকোর্টে এক মামলায়, তাঁকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। সেই মামলায় কোর্ট ইডির বক্তব্য জানতে চেয়েছে। আর তা জেনেই হবে পরবর্তী শুনানি। এদিকে, অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারি ঘিরে দিল্লির পারদ তুঙ্গে। সেখানে গতকাল রবিবার ‘লোকতন্ত্র বাঁচাও’ সভার আয়োজন করে ইন্ডি জোট। বিজেপি বিরোধী এই জোটের সভায় কংগ্রেস, আপ, তৃণমূল কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, সমাজবাদী পার্টি সহ বহু পার্টির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলাদা করে নজর কেড়েছিল অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়ালের বক্তব্য। তিনি তুলে ধরেছিলেন তাঁর জেলবন্দি স্বামীর পাছানো বার্তা। সেখানে কেজরিওয়াল ৬ টি গ্যারান্টির কথা জানিয়েছেন। যদি ইন্ডি জোটের সরকার ক্ষমতায় আসে, তাহলে সেই ৬ প্রতিস্রুতি পূরণ হবে বলেও তিনি জানান। প্রসঙ্গত, বিজেপি যেখানে 'মোদী কি গ্যারান্টি' নিয়ে সরব, সেখানে কেজরি শিবির পাল্টা তাদের গ্যারান্টি তুলে ধরেছে। এদিকে, প্রশ্ন উঠেছিল, জেলে থাকা অবস্থায় কি দিল্লির মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন কেজরিওয়াল? তার উত্তরে সাংবাদিকদের আপ প্রধান জানিয়ে দিয়েছেন যে, তিনি দিল্লির মুখ্যমন্ত্রিত্ব ছাড়বেন না।