বস্টনে ব্রিটিশ ব্যান্ড 'কোল্ডপ্লে'র কনসার্ট। আর তারমধ্যেই ‘কিস ক্যাম’-এ ধরা পড়া এক দৃশ্য যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ১৬ জুলাইয়ের সেই কনসার্টে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল না 'কোল্ডপ্লে'র গান। বরং এক দম্পতির সম্পর্কের টানাপোড়েন এবং পরকীয়া নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন।
‘কোল্ডপ্লে’-র কনসার্ট চলাকালীন অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েন মার্কিন সফটওয়্যার সংস্থা অ্যাস্ট্রোনমার সিইও অ্যান্ডি বায়রন এবং সংস্থার চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট। এদিকে, ক্যামেরার নজর তাঁদের উপরে পড়েছে বুঝতে পেরেই ক্রিস্টিনকে বাহুবন্ধন থেকে মুক্ত করে একপ্রকার ছিটকে যান অ্যান্ডি। অন্যদিকে, লজ্জায় মুখ ঢাকেন ক্রিস্টিনও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের সেই ভিডিও ভাইরাল হয়েছে।ক্যামেরা তাঁদের উপরে পড়ার পরে এ নিয়ে মজাও করা হয় স্টেডিয়ামের মধ্যেই। স্টেজ থেকে গায়ক ক্রিস মার্টিন ঠাট্টা করে বলেন, 'ওদের দেখুন! হয়ত এরা পরকীয়া করছে, না হয় খুব লাজুক!' এই কথার পর হাসিতে ফেটে পড়ে দর্শকরা।এরপরেই লজ্জায় একে অন্যের থেকে সরে দাঁড়ান তাঁরা।
আরও পড়ুন-ঘরেই ছিল টাকার স্তূপ! ইমপিচমেন্টের সুপারিশ, SC-র দ্বারস্থ বিচারপতি যশবন্ত ভর্মা
অন্যদিকে, এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর জানা যায়, অ্যান্ডি বায়রন বিবাহিত এবং তার স্ত্রী মেগান কেরিগান বায়রনের সঙ্গে নিউ ইয়র্কে বসবাস করেন। আর কনসার্টে তার পাশে বসা ক্রিস্টিন ক্যাবট হলেন তার সহকর্মী ও অ্যাস্ট্রোনোমারের চিফ পিপল অফিসার। এই ঘটনা প্রকাশ্যে আসতেই মেগান কেরিগান ফেসবুকে নিজের প্রোফাইল থেকে ‘বায়রন’ পদবি সরিয়ে ফেলেন এবং পরে পুরো অ্যাকাউন্টই মুছে দেন। যার থেকে সম্পর্কের টানাপোড়েন নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। তবে এখনও পর্যন্ত অ্যাস্ট্রোনোমার তরফে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন-সিইও ও এইচআর প্রধানের ঘনিষ্ঠ সম্পর্ক সংস্থার নৈতিকতা ও কর্মপরিবেশে কী বার্তা দেয়?
আরও পড়ুন-ঘরেই ছিল টাকার স্তূপ! ইমপিচমেন্টের সুপারিশ, SC-র দ্বারস্থ বিচারপতি যশবন্ত ভর্মা
অ্যান্ডি বায়রন ও ক্রিস্টিন ক্যাবট-দুজনই এখনও পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোন মন্তব্য করেননি। তবে কনসার্টের একটি মুহূর্ত যে কীভাবে পেশাদার জীবনের বড় বিতর্কে পরিণত হতে পারে, তার এক বিরল উদাহরণ হয়ে থাকল এই ঘটনা।