
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
অর্থের কাছে মানবিকতা যেন মূল্যহীন! উত্তরপ্রদেশের একটি ঘটনায় এমনটাই প্রকাশ্যে এসেছে। গঙ্গায় প্রবল স্রোতে হাবুডুবু খাচ্ছিলেন এক ব্যক্তি। তাঁকে বাঁচানোর জন্য গঙ্গার পাড়ে থাকা ডুবুরিদের কাছে সাহায্য চেয়েছিলেন ওই ব্যক্তির বন্ধুরা। কিন্তু, ডুবুরিরা স্পষ্ট জানিয়ে দেন অর্থ না পেলে তারা ওই ব্যক্তিকে বাঁচাবেন না। শেষ পর্যন্ত দর কষাকষির পর ডুবুরিকে অর্থও দেওয়া হয়। কিন্তু, ততক্ষণে তলিয়ে যান ওই ব্যক্তি। শনিবার বিকেলে উন্নাওয়ের বিলহাউরের নানামাউ ঘাটে স্নান করার সময় গঙ্গায় প্রবল স্রোতে ভেসে গিয়েছিলেন ওই ব্যক্তি। তবে তিনি সাধারণ কেউ ছিলেন না, তিনি ছিলেন উত্তরপ্রদেশের স্বাস্থ্য বিভাগের ডেপুটি ডিরেক্টর আদিত্য বর্ধন। ঘটনার তদন্তে নেমে এমনই তথ্য জানতে পেরেছে বিস্মিত পুলিশ। যদিও রবিবার পর্যন্ত ওই আধিকারিকের কোনও হদিস পাওয়া যায়নি।
আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে দিল্লিতে কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে বন্যা পরিস্থিতি, মৃত ২
পুলিশ জানিয়েছে, ৪৫ বছর বয়সি আদিত্য তাঁর বন্ধুদের সঙ্গে ওই ঘাটে গিয়েছিলেন। এর পর ছবি তোলার জন্য গভীর জলের দিকে চলে যান। ডিসিপি (পশ্চিম) রাজেশ কুমার সিং বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার ছবি তুলতে চেয়েছিলেন আদিত্য বাবু। সেই সময় তিনি গভীর জলে চলে গিয়েছিলেন। তিনি সাঁতার জানতেন। কিন্তু, জলের স্রোত বেশি থাকায় তিনি হাবুডুবু খাচ্ছিলেন। তা দেখার পর আদিত্যর বন্ধুরা সাহায্যের জন্য ঘাটে থাকা ডুবুরিদের অনুরোধ করেছিলেন। কিন্তু, একজন ডুবুরি ১০ হাজার টাকা দাবি করে। কিন্তু, আদিত্যবাবুর বন্ধুরা জানান, তাদের কাছে নগদ টাকা নেই। তখন ডুবুরিরা অনলাইনে অর্থ প্রদানের দাবি জানায়। তবে অনলাইনে দেওয়ার সময় বেশ কিছুটা সময় অতিবাহিত হয়। তার মধ্যেই জলে ভেসে যান আদিত্য বাবু।
জানা গিয়েছে, লখনউয়ের ইন্দিরানগরের বাসিন্দা আদিত্য বাবু। তিনি বারাণসীতে পোস্টিং ছিলেন। বিলহাউরের এসিপি অজয় কুমার ত্রিবেদী জানান, রবিবার আবার অনুসন্ধান করা হয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া যায়নি। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), পুলিশ এবং ডুবুরিরা ওই আধিকারিকের সন্ধান চালাচ্ছেন। ডুবুরিদের টাকা দাবি করার অভিযোগের বিষয়ে, ডিসিপি বলেন, অভিযোগের কোনও সত্যতা খুঁজে পেলে ডুবুরিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports