লিভ ইন সম্পর্ক নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন হরিয়ানার মহিলা কমিশনের চেয়ারপার্সন রেণু ভাটিয়া। তিনি বলেন, ‘কোনও মেয়ে হোটেলের রুমে গেলে তাঁকে মাথায় রাখতে হবে সেখানে তিনি হনুমান আরতি করার জন্য যাচ্ছেন না। সেখানে খারাপ কিছু হতে পারে।’ এ বিষয়ে তিনি মেয়েদের সতর্ক করেছেন। মহিলা কমিশনের চেয়ারপার্সনের এই মন্তব্যের পরেই শুরু হয়েছে জোর বিতর্ক।
হরিয়ানার কাইথাল জেলার আরকেএসডি কলেজে আইনি এবং সাইবার অপরাধের একটি অনুষ্ঠানে যোগ দেন হরিয়ানা মহিলা কমিশনের সভাপতি রেনু ভাটিয়া। সেখানে লিভ-ইন সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলে এই মন্তব্য করেছেন তিনি। লিভ ইন সম্পর্ক প্রসঙ্গে রেণু ভাটিয়া মনে করেন, এই আইনে পরিবর্তন আনা দরকার। রেণু ভাটিয়া বলেন, ‘লিভ ইন সম্পর্ক নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর কমিশনকে এখন নারী নির্যাতন সংক্রান্ত মামলার সমাধানে বিধি নিষেধ মেনে চলতে হচ্ছে।’ এরপরেই তিনি বলেন, ‘লিভ ইন সম্পর্ক নিয়ে আইনে পরিবর্তন আনা প্রয়োজন।’ মেয়েদের হোটেল রুমে যাওয়া প্রসঙ্গে শারীরিক নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন রেনু ভাটিয়া। এ বিষয়ে তিনি বলেন, ‘মেয়েরা যখন ওয়ো রুমে যাবেন তখন মনে রাখবেন হনুমানের আরতি করতে যাচ্ছেন না। এমন জায়গায় যাওয়ার সময় মনে রাখতে হবে সেখানে আপনার সঙ্গে খারাপ কিছু ঘটতে পারে।’
লিভ ইন সম্পর্কের কারণে বেড়ে চলা অপরাধ নিয়ে রেণু ভাটিয়া উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে যতগুলি মামলা এসেছে তার মধ্যে বেশিরভাগই লিভ-ইন সম্পর্কের। এ ক্ষেত্রে আমরা বেশি হস্তক্ষেপ করতে পারি না। তারপরও আমরা সেসব মামলাগুলি সমাধানের চেষ্টা করি।’ তিনি বলেন, ‘লিভ ইন সম্পর্কের কারণে নারী নির্যাতন বা যৌন হেনস্থার মতো অপরাধের সংখ্যা বেড়েছে। এর ফলে দুটি পরিবার ভেঙে গিয়েছে। এই আইন পরিবর্তনের প্রয়োজন আছে।’ রেণু ভাটিয়া জানান, এই সমস্ত মামলায় অধিকাংশ ক্ষেত্রেই মেয়েদের ঠান্ডা পানীয় পান করিয়ে তাঁদের সঙ্গে খারাপ কাজ করা এবং ভিডিয়ো করার অভিযোগ আসে। এরপরেই মহিলা কমিশনের চেয়ারপার্সন মেয়েদের পরামর্শ দিয়েছেন এমন জায়গায় যাওয়ার আগে মেয়েদের ভাবতে হবে যে তাঁদের সঙ্গে খারাপ কিছু ঘটতে পারে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup