কিছু মাস আগেই গাজা যুদ্ধে ইজরায়েলি সেনার হাতে নিহত হয় হামাস সংগঠনের নেতা ইয়াহিয়া সিনাওয়ার। এরপর সদ্য এক রিপোর্ট উঠে আসে সিনাওয়ারের স্ত্রীকে নিয়ে এক চাঞ্চল্য়কর ঘটনা ঘিরে। ওই মিডিয়া রিপোর্টের দাবি, হামাসের সামরিক কমান্ডার ইয়াহিয়া সিনওয়ারের স্ত্রী সামার আবু জামেরকে গাজা থেকে পাচার করা হয়। অভিযোগ জাল নথির হাত ধরে সামার আবু জামের তাঁর সন্তানদের নিয়ে পৌঁছন পাকিস্তানের ঘনিষ্ঠ ‘বন্ধু’ দেশ তুরস্কে। সেখানেই ঘটে আরও এক ঘটনা।
রিপোর্ট দাবি করছে, সামার আবু জামেরকে গাজা থেকে পাচার করা হয় এবং তিনি তুরস্কে পৌঁছে পুনরায় বিয়ে করেছেন। আবু জামের রাফাহ সীমান্ত দিয়ে মিশরে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, জাল কাগজপত্র ব্যবহারেরও। জানা যাচ্ছে জামেরকে তুরস্কে পৌঁছে দিতে উচ্চ পর্যায়ের এক সমন্বয় তৈরি হয়েছিল। এসেছিল পর্যাপ্ত রসদ ও অর্থ সহায়তা। তার পুনরায় বিয়ের ব্যবস্থা করেছিলেন হামাসের সিনিয়র রাজনৈতিক ব্যুরোর সদস্য ফাতি হাম্মাদ। এমনই দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট। কিছু মাস আগে, ইসরায়েলি সামরিক বাহিনী ফুটেজ প্রকাশ করে যেখানে আবু জামের এবং তাঁর সন্তানদের হামাসের একটি সুড়ঙ্গে প্রবেশ করতে দেখা গেছে, যার ফলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে তিনি সম্ভবত ‘আন্ডার গ্রাউন্ড’ হয়েছেন।