মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে 'আমেরিকা উপসাগর' করার পরিকল্পনার কথা জানালেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো থেকে অনুপ্রবেশ এবং অবৈধ অভিবাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এরই সঙ্গে উপসাগরের নাম বদল নিয়ে তাঁর বক্তব্য, 'আমেরিকা উপসাগর (গালফ অফ আমেরিকা) শুনতে ভালো লাগে বেশি। এই নামটা কী সুন্দর। এটাই আদতে ঠিক।' এরপর মেক্সিকো নিয়ে ট্রাম্প বলেন, 'মেক্সিকো খুব বিপজ্জনক স্থান। ওরা অনেক সমস্যায় পড়বে।' (আরও পড়ুন: ১৪ বছর আগে কাঁটাতারে ঝুলে মৃত্যু বাংলাদেশি নাবালিকার, মা বললেন - 'ভারতকে যেন…')
আরও পড়ুন: পাসপোর্ট বাতিল বাংলাদেশের, আর ভারত নাকি বাড়িয়েছে হাসিনার ভিসার মেয়াদ: রিপোর্ট
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস থেকে নিজের জয়ের সার্টিফিকেট পেয়েছেন ট্রাম্প। এরপর ফ্লোরিডায় নিজের ব্যক্তিগত বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প। সেখানেই তিনি বলেন, 'এভাবে লাখ লাখ মানুষকে আমাদের দেশে পাঠানো বন্ধ করুক মেক্সিকো। আমরা মেক্সিকো এবং কানাডার ওপরে শুল্কের বোঝা চাপাব। কানাডা দিয়েও অনেকে অনুপ্রবেশ করে আমেরিকায়। এদিকে প্রতিবেশী দেশের সীমান্ত পার করে রেকর্ড পরিমাণ মাদকও আমেরিকায় প্রবেশ করছে।' (আরও পড়ুন: 'একটু জ্বর হলেই...', হিউম্যান মেটানিউমোভাইরাস শঙ্কার মাঝে এবার বিস্ফোরক মমতা)
এদিকে মেক্সিকো উপসাগরের নাম নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই প্রসঙ্গে ট্রাম্পের বক্তব্য, এই উপসাগরে 'বেশির ভাগ কাজ' আমেরিকাই করে। আর এই উপসাগরের নাম বদল করা উচিত, কারণ এটা নাকি আমেরিকারই। এদিকে ট্রাম্পপন্থী কংগ্রেস সদস্য মারজোরি টেলর গ্রিন নাকি এই উপসাগরের নাম বদল করার প্রস্তাব পেশ করবেন কংগ্রেসে। অবশ্য আমেরিকায় এই নাম পরিবর্তন হলেও বিশ্বের সবাইকে যে তা মেনে চলতে হবে এমন কোনও নিয়ম নেই। (আরও পড়ুন: সঞ্জয়কে বাঁচাতে ‘খেলা...’? আরজি কর কাণ্ডে এবার বিস্ফোরক তৃণমূল নেতা)