1 মিনিটে পড়ুন Updated: 02 May 2022, 09:17 PM ISTSatyen Pal
হার্দিক আগেই জানিয়েছিলেন বিজেপির সঙ্গে তাঁর কোনও আলোচনা হয়নি। সমস্ত আলোচনার কেন্দ্রেই থাকবে সাধারণ মানুষের স্বার্থরক্ষার বিষয়টি। তবে তিনি যে কংগ্রেসের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট তা বারবারই প্রকাশ্যে এসেছে। তবে তিনি বিজেপিতে না গেলে আপেও যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে।
Ad
গুজরাত কংগ্রেসের কার্যকরী সভাপতি হার্দিক পটেল।
গুজরাত প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভারতি তথা যুব নেতা হার্দিক প্যাটেল এবার তাঁর টুইটার বায়ো থেকে কংগ্রেস কথাটি মুছে দিলেন। তবে কি এবার কংগ্রেস ছাড়তে চলেছেন তিনিও? আর সেই জল্পনাকে উসকে দিয়েছেন তিনি নিজেই। তিনি এখন কোন দলের কোন পদে রয়েছেন সেটাও মুছে দিয়েছেন। তবে কি লেখা আছে সেই টুইটার বায়োতে? সেখানে লেখা আছে, Proud Indian Patriot, Social and Political Activist. Committed to a better India.
তবে তিনি যে কংগ্রেসের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট তা বারবারই প্রকাশ্যে এসেছে। তবে তিনি বিজেপিতে না গেলে আপেও যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে সম্প্রতি তিনি বিজেপির প্রশংসাও করেছিলেন। পাশাপাশি তিনি জানিয়েছিলেন, আমি হিন্দু হিসাবে গর্বিত।