
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ফের কর্মী ছাঁটাই গুগলে। জানা গিয়েছে, চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক এইচআর এবং ক্লাউড ইউনিটগুলিতে বিপুল সংখ্যা কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে টেক জায়ান্ট গুগল। সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, মূলত সংস্থার অন্দরের ব্যয় কমাতে এবং কৃত্তিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই প্রযুক্তির উপর বিনিয়োগের জন্য এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। এছাড়াও গুগলের চতুর্থ ত্রৈমাসিকের শেষে রাজস্ব প্রত্যাশা মতো বৃদ্ধি হয়নি। যা কর্মী ছাঁটাইয়ের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। (আরও পড়ুন: ইউনুসের ব্যর্থতা উসকে দেন সেনা প্রধান, তাতে এবার ঘি ঢাললেন সরকারেরই উপদেষ্টা)
এই প্রসঙ্গে গুগলের সিএফও আনাত আশকেনাজি বলেছেন, তাঁর শীর্ষ অগ্রাধিকারগুলির মধ্যে অন্যতম সংস্থার ব্যয় আরও কমানো। অন্যদিকে, মঙ্গলবার টেক জায়ান্ট গুগলের চিফ এইচআর ফিওনা সিকোনি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মার্চ মাসের শুরু থেকে ফুল টাইমের কর্মীদের জন্য ছাঁটাই প্রক্রিয়া শুরু হবে।তবে কর্মীরা ১৪-সহ অতিরিক্ত এক সপ্তাহের বেতন পাবেন।জানা গিয়েছে, গুগল ক্লাউড ইউনিটের টিমগুলিতে কর্মী ছাঁটাইয়ের ফলে সেলস অপারেশন, কাস্টমার এক্সপেরিয়েন্স, ইন্টারনাল ডিল-র মতো বিষয়গুলিতে প্রভাব পড়ছে। (আরও পড়ুন: এ যেন 'সরকারি দল'! নাহিদদের NCP-র মঞ্চে থাকবেন ইউনুস এবং বাকি উপদেষ্টারা?)
আরও পড়ুন: দ্বিধায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর ইঞ্জিনিয়াররা, হাওড়া-সল্টলেক পরিষেবা চালু হতে পারে…
তবে, সংস্থার মোট কত জন কর্মীকে ছাঁটাই করেছে, তা এখনও স্পষ্ট নয়। টেক জায়ান্ট দাবি করেছে, কর্মী ছাঁটাই সংখ্যায় কম এবং তারা সংস্থার গুরুত্বপূর্ণ পদের জন্য নিয়োগ করছে।এর আগে জানুয়ারিতে গুগল জানিয়েছিল, তারা প্রত্যাশিত ছাঁটাইয়ের আগেই মার্কিন "প্ল্যাটফর্ম এবং ডিভাইস" ইউনিটের কর্মীদের জন্য বাইআউট অফার করবে। রিপোর্ট অনুসারে, এই ইউনিটে ২৫ হাজারেরও বেশি ফুল টাইমার কর্মী রয়েছে, যারা অ্যান্ড্রয়েড, ক্রোম, ক্রোমওএস, গুগল ফটোস, গুগল ওয়ান, পিক্সেল, ফিটবিট এবং নেস্টে কাজ করে।
আরও পড়ুন: ইউনুসের ব্যর্থতা উসকে বিতর্কের আগুন জ্বালেন সেনা প্রধান, তাতে ঘি ঢাললেন উপদেষ্টা সাখাওয়াত
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরেই ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছিলেন টেক জায়ান্ট গুগলের প্রধান কর্মাধ্যক্ষ সুন্দর পিচাই।সে সময় বিভিন্ন দফতরে কর্মরত পরিচালক বা ম্যানেজারদের মধ্যে ১০ শতাংশ কর্মীকে ছাঁটাই করে সংস্থা।উল্লেখ্য, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কৃত্তিম বুদ্ধিমত্তার চাহিদা। দেশ-বিদেশের টেক সংস্থাগুলি ছাড়াও অন্যান্য় কোম্পানিগুলিতে জায়গা বেড়েছে এআই- এর। এই পরিস্থিতিতে চাকরির বাজারেও বাড়ছে চিন্তা। চাকরি হারাচ্ছে বহু মানুষ।এআই- এর খাঁড়া কিন্তু ঝুুলছে খোদ টেক জায়ান্ট গুগলের মাথায়ও। সার্চ ইঞ্জিনের দৌড়ে, যেখানে বরাবরই এগিয়ে থাকত গুগল। সেখানে এবার নিজের আধিপত্য তৈরি করছে চ্যাট জিপিটির নির্মাতা ওপেন এআই। গুগলের পরিবর্তে চ্যাট জিপিটিতে সার্চ বা কোনও কিছু খুঁজতে, কোনও উত্তর পেতে বেশি ভরসা করছে নেটিজেনরা। যা চিন্তা বাড়াচ্ছে গুগলেরও। এই অবস্থায় সংস্থার অন্দরে কিছু বিশেষ পরিবর্তন আনতে ও লক্ষ্য বদলে ছাঁটাইয়ের পথে এগোচ্ছে গুগল, এমনটাই মত একাংশের।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports