প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কারের ঘোষণা করা হয়েছে। এবার মোট ১০৬ জন পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন। ছয়জন পেয়েছেন পদ্মবিভূষণ। পদ্মভূষণ পেয়েছেন নয়জন। পদ্মশ্রী পেয়েছেন ৯১ জন। এবার পশ্চিমবঙ্গের চারজন পদ্ম পুরস্কার পেয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে পদ্মশ্রীতে ভূষিত করা হয়েছে। একজন পদ্মবিভূষণ পেয়েছেন।
পদ্মবিভূষণ প্রাপকদের তালিকা
১) বালাকৃষ্ণ দোশী (মরণোত্তর)।
২) জাকির হোসেন।
৩) এস এম কৃষ্ণ।
৪) দিলীপ মহালানবীশ (মরণোত্তর) (বিস্তারিত পড়ুন: Padma Vibhushan for ORS pioneer Dilip Mahalanabis: মরণোত্তর পদ্মবিভূষণ পেলেন ORS-র স্রষ্টা দিলীপ মহালানবীশ)
৫) শ্রীনিবাস বর্ধন।
৬) মুলায়ম সিং যাদব (মরণোত্তর)।
পদ্মভূষণ প্রাপকদের তালিকা
১) এস এল ভিরাপ্পা।
২) বাণী জয়রাম।
৩) স্বামী চিন্না জিয়ার।
৪) সুমন কল্যাণপুর।
৫) কপিল কাপুর।
৬) সুধা মূর্তি।
৭) কুমার মঙ্গলম বিড়লা।
৮) দীপক ধর।
৯) কমলেশ ডি প্যাটেল।
পদ্মশ্রী প্রাপকদের তালিকা
১) মঙ্গলকান্তি রায়।
২) ধনীরাম টোটো।
৩) প্রীতিকণা গোস্বামী।
আরও পড়ুন: Padma Shri 2023 from West Bengal: পদ্মশ্রী পেলেন পশ্চিমবঙ্গের ৩ কৃতি, শুধু জলপাইগুড়ি থেকেই সম্মানিত ২ জন
৪) সুকমা আচার্য।
৫) প্রেমজিৎ বারিয়া।
৬) উষা বার্লে।