বাস্তিল ডে প্যারাডে ইমানুয়েল ম্যাক্রোঁ মোদীকে আমন্ত্রণ করেছেন। আমন্ত্রণ মোদী গ্রহণ করার পর ম্যাক্রোঁ হিন্দিতে একটি টুইট করেন। সেখানে ফরাসী ভাষার সঙ্গে সঙ্গে হিন্দিতেও লেখা রয়েছে।
নরেন্দ্র মোদী ও ইমানুয়েল ম্যাক্রোঁ। (Photo by Ludovic MARIN / AFP)
চলতি বছরে ‘বাস্তিল ডে প্যারাডে’ আমন্ত্রিত নরেন্দ্র মোদী। শুক্রবার সেই উপলক্ষ্যে টুইটে আলাদা করে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ করে ফেললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। উল্লেখ্য, ১৪ জুলাই প্যারিসে আয়োজিত হতে চলেছে বাস্তিল ডে প্যারেড। সেখানেই আমন্ত্রিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
বাস্তিল ডে প্যারাডে ইমানুয়েল ম্যাক্রোঁ মোদীকে আমন্ত্রণ করেছেন। আমন্ত্রণ মোদী গ্রহণ করার পর ম্যাক্রোঁ হিন্দিতে একটি টুইট করেন। সেখানে ফরাসী ভাষার সঙ্গে সঙ্গে হিন্দিতেও লেখা রয়েছে। টুইটে ভারতের প্রধানমন্ত্রীকে ‘ডিয়ার নরেন্দ্র’ বলে উল্লেখ করেছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। স্বভাবতই সেই টুইট থেকে দুই রাষ্ট্রনেতার মধ্যে সম্পর্কের উষ্ণতা বোঝা যাচ্ছে। উল্লেখ্য, শুধু ভারতের প্রধানমন্ত্রীই বাস্তিল ডে প্যারাডে আমন্ত্রিত নন, সেখানে প্যারাডে অংশ নিতে চলেছে ভারতের সেনাও। শুক্রবারই মোদীর এই সফরের কথা জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। উল্লেখ্য, ভারত ও ফ্রান্সের ২৫ তম স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে উদ্যাপন করে বাস্তিল ডে-তে এই বিশেষ প্যারাড দেখা যেতে চলেছে। জানা গিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্টের তরফে আসা এই আমন্ত্রণকে গ্রহণ করেছেন মোদী। ফলে জুলাই মাসে তিনি প্যারিস সফরের উদ্দেশে রওনা হচ্ছেন এমনটাই নিশ্চিত। মোদীকে সেই অনুষ্ঠানে ‘গেস্ট অফ অনার’ দিয়ে আমন্ত্রণ করা হয়েছে। উল্লেখ্য, দুই দেশের সম্পর্কে মোদীর এই সফর যেমন গুরুত্বপূর্ণ, তেমনই ইউক্রেনে রুশ হামলার প্রেক্ষিতে ইউরোপীয় দেশে ভারতের প্রধানমন্ত্রীর এই সফরের আমন্ত্রণ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ( ‘দ্য কেরালা স্টোরিতে ফাঁস হয়েছে…’মোদীর নিশানায় কারা? কী বললেন প্রধানমন্ত্রী?)