কয়েক ঘণ্টা আগেই তাঁকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর তারপরেই রহস্যজনক ভাবে রাশিয়ার প্রাক্তন পরিবহণ মন্ত্রী রোমান স্টারোভয়েটের মৃতদেহ উদ্ধারে শোরগোল পড়ে গিয়েছে।এরপরেই তাঁর মৃত্যুর ঘটনা একাধিক প্রশ্ন উঠে গিয়েছে। তিনি কি খুন হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন, তা স্পষ্ট নয়। যদিও ক্রেমলিন বলছে অবসাদে আত্মঘাতীই হয়েছেন প্রাক্তন মন্ত্রী।
রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি একটি বিবৃতিতে জানিয়েছে, মস্কোর শহরতলিতে নিজের গাড়ির ভিতর থেকে রোমান স্টারোভয়েটের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। রাশিয়ান একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে, পদত্যাগের ঘোষণার পর স্টারোভয়েট নিজেকে গুলি করে শেষ করেন। ইতিমধ্যে এই মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।তদন্তকারী কমিটির তরফে জানানো হয়েছে তাঁরা ওই মন্ত্রীর মৃত্যুর কারণ অনুসন্ধান করছেন। আপাতদৃষ্টিতে আত্মহত্যা হিসাবে মনে হলেও খতিয়ে দেখা হচ্ছে সব দিক। সোমবার কোনও কারণ না জানিয়েই তাঁর মন্ত্রিত্ব থেকে স্টারোভয়েটকে সরিয়ে দেয় ক্রেমলিন। হঠাৎ করেই হয় এই আনুষ্ঠানিক ঘোষণা। তারপরেই নাটকীয় ভাবে ঘটল এই ঘটনা।
আরও পড়ুন-'আমি মারাঠি হতে পারি কিন্তু...,' ভাষা বিতর্কে উদ্ধব-রাজ পুনর্মিলন, ভাইরাল বাল ঠাকরের ভিডিও
সূত্রের খবর, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রুশ সেনাকে রসদ সরবরাহে গাফিলতির অভিযোগ উঠেছিল স্টারোভয়েটের বিরুদ্ধে। তাৎপর্যপূর্ণভাবে এই অভিযোগ সামনে আসার পরই তাঁকে বরখাস্ত করেন পুতিন। আর তার কয়েক ঘণ্টার মধ্যে এল স্টারোভয়েটের মৃত্যুর খবর। এই ঘটনার নেপথ্যে গভীর রাজনৈতিক বা প্রশাসনিক চাপ ছিল কিনা, সে বিষয় নিয়ে ইতোমধ্যে চর্চা শুরুই হয়েছে। তবে ক্রেমলিন কোনও বিতর্কে ঢুকতে রাজি নয়।রুশ প্রশাসনের তরফে ইতিমধ্যেই উপমন্ত্রী আন্দ্রেই নিকিতিনকে পরিবহণ মন্ত্রকের অস্থায়ী দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে। তবে স্টারোভয়েটের ঘটনাটি ঘিরে রাশিয়ার প্রশাসনিক মহলে শোক ও চাঞ্চল্য বর্তমান। কারণ রুশ তদন্তকারী সংস্থা এখনও পর্যন্ত আত্মহত্যার কারণ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি।
আরও পড়ুন-'আমি মারাঠি হতে পারি কিন্তু...,' ভাষা বিতর্কে উদ্ধব-রাজ পুনর্মিলন, ভাইরাল বাল ঠাকরের ভিডিও
প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ২০২৪ সালের মে মাসে পরিবহণ মন্ত্রীর পদে বসেছিলেন স্টারোভয়েট। অর্থাৎ, মোটের উপর বছর খানেক এই দায়িত্বে ছিলেন তিনি। এর আগে পাঁচ বছর ইউক্রেনের সীমান্ত সংলগ্ন কুর্স্ক অঞ্চলের গভর্নর ছিলেন স্টারোভয়েট। রাশিয়ার পরিবহণ খাতের জন্য বড় চ্যালেঞ্জের সময় মন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব এসেছিল, যা ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে ব্যাপকভাবে চাপের মুখে পড়েছে, যা এখন চতুর্থ বছরে পড়ছে।সূত্রের খবর, গত মাসে সেন্ট পিটাসবার্গে ইন্টারন্যাশানাল ইকোনমিক ফোরামের আগেই ঠিক হয়ে গিয়েছিল যে স্টারোভয়েট মন্ত্রিসভা থেকে বাদ পড়বেন, তাঁর জায়গায় আসবেন নিকিতিন।