
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
অসমের প্রাক্তন মন্ত্রী, অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি রিপুন বোরা যোগ দিলেন তৃণমূলে। বড় ধস কংগ্রেসে। তিনি বিগতদিনে অসমে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ণ দফতরের মন্ত্রী ছিলেন। শিক্ষামন্ত্রীর দায়িত্বও সামলেছেন। একটা সময় রাজ্যসভার সদস্যও ছিলেন রিপুন বোরা। এবার তিনি যোগ দিলেন ঘাসফুল শিবিরে। কিন্তু কেন তিনি কংগ্রেস ছেড়ে যোগ দিলেন তৃণমূলে? তিনি ঠিক কী লিখেছেন পদত্যাগপত্রে?
একেবারে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। লিখেছেন, বিজেপির বিরুদ্ধে লড়াই না করে, অসম কংগ্রেসের একাধিক নেতা বিজেপি সরকারের সঙ্গে তলায় তলায় যোগাযোগ রাখছেন। বিশেষত অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে। আর পদত্যাগপত্রে রিপুন বোরার এই অভিযোগকে কেন্দ্র করে অস্বস্তি বাড়ল কংগ্রেসের। সেই ১৯৭৬ সাল থেকে তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত। তিনি লিখেছেন, ছাত্রজীবন থেকে যে দলের সঙ্গে যুক্ত তাকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে।
তিনি লিখেছেন, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতারা নিজেদের মধ্যে লড়াই করছেন। এর জেরে বিজেপি আরও শক্তিবৃদ্ধি করার সুযোগ পাচ্ছে। যার জেরে কংগ্রেসের সাধারণ কর্মীরাও ক্রমে মনোবল হারাচ্ছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে দলকে শক্তিশালী করার জন্য সবরকম চেষ্টা করেছি। কিন্তু দলের একাংশের দ্বন্দ্বের জেরে সাধারণ মানুষও আমাদের উপর থেকে আস্থা হারিয়েছেন। এই দলের সঙ্গে আর থাকা যায় না। তবে বিজেপির বিরুদ্ধে লড়াই আমি জারি রাখব। লিখেছেন রিপুন বোরা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports