প্রয়াত হলেন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মুশারফ (অবসরপ্রাপ্ত)। পাকিস্তানের সংবাদমাধ্যমে এমনই জানানো হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দীর্ঘদিন অসুস্থ থাকার পর দুবাইয়ের হাসপাতালে প্রয়াত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি। যিনি কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের অন্যতম মাথা ছিলেন।
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, পরিবারের তরফে জানানো হয়েছে যে দীর্ঘদিন ধরে অ্যামালয়েডসিসে ভুগছিলেন মুশারফ। শরীরের বিভিন্ন প্রান্তের অঙ্গ এবং কোষে অ্যামলয়েড নামে প্রোটিনের অস্বাভাবিক অবস্থানের ফলে সেই বিরল রোগ হয়। সেজন্য দুবাইয়ের আমেরিকান হাসপাতালে চিকিৎসা চলছিল। যেখানে ২০১৬ সাল থেকে থাকছিলেন।
মুশারফের মৃত্যুর পর রবিবার পাকিস্তানি সামরিক বাহিনীর মিডিয়া বিভাগ ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, স্টাফ কমিটির চেয়ারম্যান চিফ জেনারেল সাহির শামশাদ এবং সব সামরিক বাহিনীর প্রধান শোকপ্রকাশ করেছেন। যাঁর মৃত্যুর খবর নিয়ে অতীতে পাকিস্তানে একাধিকবার গুজব ছড়িয়েছিল।
আরও পড়ুন: Pervez Musharraf:পারভেজ মুশারফের জীবন সফর একনজরে, দিল্লি থেকে পাক রাজনীতির তাবড় 'নাম' হয়ে ওঠার লড়াই কেমন ছিল?
পারভেজ মুশারফের জীবনকাহিনি
১৯৪৩ সালের ১১ অগস্ট পুরনো দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন মুশারফ। ধাপে-ধাপে পাকিস্তানি সেনায় উঁচু পদে আসীন হয়েছিলেন। ১৯৬৫ সালের যুদ্ধে যুক্ত ছিলেন। যোগ দিয়েছিলেন স্পেশাল সার্ভিস গ্রুপে। তারপর ১৯৯৮ সালে তাঁকে সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করেছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।