সহকর্মীদের গুলি করে ছত্তিশগড়ের বস্তারে আত্মঘাতী হল ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশের (আইটিবিপি) এক বাঙালি জওয়ান। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে পাঁচ জওয়ানের। তাঁদের মধ্যে দু'জন পশ্চিমবঙ্গের বাসিন্দা।মাওবাদী দমনে নাতাইনপুর জেলার কাদেনার ক্যাম্পে আইটিবিপির ৪৫ নম্বর ব্যাটেলিয়ন মোতায়েন রয়েছে। আইটিবিপি জানিয়েছে, আজ সকাল সাড়ে আটটা নাগাদ মসুদুল রহমান নামে এক জওয়ান আচমকা সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। মৃত্যু হয় পাঁচ জওয়ানের। আহত হন দু'জন। পরে গুলি করে আত্মঘাতী হন মসুদুল। কনস্টেবল পদে কর্মরত মসুদুল নদিয়ার বাসিন্দা ছিলেন।ঘটনায় দুই হেড কনস্টেবল মহেন্দ্র সিং ও দলজিৎ সিংয়ের মৃত্যু হয়েছে। মহেন্দ্র হিমাচল প্রদেশের বাসিন্দা ছিলেন। দলজিৎ থাকতেন পঞ্জাবে। মৃত্যু হয়েছে আরও তিনজনের। তাঁরা সকলেই কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তাঁরা হলেন - সুরজিৎ সরকার, বিশ্বরূপ মাহাতো ও বিজেশ। সুরজিৎ বর্ধমানে থাকতেন ও বিশ্বরূপ পুরুলিয়ার বাসিন্দা ছিলেন। অন্যদিকে, কেরলের বাসিন্দা ছিলেন বিজেশ। আহত জওয়ান হয়েছেন কনস্টেবল এস বি উল্লাস ও সীতারাম দুন।বস্তারের আইজি পি সুন্দরাজ জানান, প্রাথমিকভাবে জানা গেছে, কোনও মানসিক কারণে এক জওয়ান সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। ঘটনার তদন্ত চলছে।