বাংলা নিউজ > ঘরে বাইরে > Fact Check: রাহুল গান্ধী তাইল্যান্ড চলে যাচ্ছেন? ছড়াল সম্পাদিত বোর্ডিং পাস
পরবর্তী খবর
Fact Check: রাহুল গান্ধী তাইল্যান্ড চলে যাচ্ছেন? ছড়াল সম্পাদিত বোর্ডিং পাস
2 মিনিটে পড়ুন Updated: 10 Jun 2024, 05:10 PM ISTBoom
এবং আর্কাইভ দেখুন ।
আরও এক এক্স ব্যবহারকারী ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘রাহুল গান্ধী ব্যাংককে পালিয়ে যাচ্ছেন ৫ জুন।’(অনূদিত)
, আর্কাইভ দেখুন ।
বুম তার হোয়াটসঅ্যাপ টিপলাইন নম্বরে (+ 917700906588) যাচাইয়ের অনুরোধ সহ ছবিটি পেয়েছে।
তথ্য যাচাই
বুম ভাইরাল ছবিটি ভালো করে পর্যবেক্ষণ করে ভাইরাল বোর্ডিং পাসে একটি উল্লেখযোগ্য অসঙ্গতি লক্ষ্য করে। বোর্ডিং পাসের ফ্লাইট নম্বর দুটি জায়গায় আলাদা— এক জায়গায় এটি 'ইউকে121' আর অন্য জায়গায় 'ইউকে115' লেখা।
এরপর, আমরা ভাইরাল ছবিটির একটি রিভার্স ইমেজ সার্চ করি। আমরা 'লিভ ফ্রম এ লাউঞ্জ' নামক একটি ওয়েবসাইটে ৭ আগস্ট, ২০১৯ তারিখে একটি নিবন্ধে আসল বোর্ডিং পাসটির ছবি দেখতে পাই।
মূল ছবিতে বোর্ডিং পাসটি অজয় আওতানির যার দিল্লি থেকে সিঙ্গাপুর যাওয়ার ফ্লাইটের তারিখ ৬ আগস্ট ২০১৯ হিসাবে উল্লিখিত আছে।