1 মিনিটে পড়ুন Updated: 18 May 2024, 09:53 AM ISTBoom
, আর্কাইভ দেখুন ।
একজন ফেসবুক ব্যবহারকারী একই ক্যাপশনসহ ভিডিওটি শেয়ার করেছেন।
, আর্কাইভ দেখুন ।
তথ্য যাচাই
বুম দেখে এই ভিডিওটি এই বছরের ফেবরুয়ারি মাসে একই ভুয়ো দাবিসহ ভাইরাল হয়েছিল এবং তার আগে ২০১৯ সালে ভিন্ন একটি ভুয়ো দাবি সমেত ভাইরাল হয়েছিল। আমরা সেসময় তার তথ্য যাচাই করি। দেখুন ও ।
আমরা জানতে পারি ঘটনাটি ২০১৮ সালের। ২০১৮ সালে প্রকাশিত দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের সংবাদ প্রতিবেদন অনুযায়ী ভাইরাল ভিডিওটি উত্তরপ্রদেশের মীরাটের বিজেপি কাউন্সিলর মনীশ চৌধুরীর মালিকানাধীন একটি রেস্তোরাঁয় তোলা হয়।
।
থেকে জানতে পারি ওই কাউন্সিলরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩৯৫ এবং ৩৫৪ এর অধীনে মামলা দায়ের করা হয়েছিল।
এছাড়াও, আমরা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিধায়কদের তালিকা দেখি। সেই তালিকায় আমরা মনসুর মহম্মদ দিমির নামক কোনো বিধায়ক খুঁজে পায়নি।
(এই খবরটি Boom দ্বারা প্রকাশিত হয়েছিল, এটি শক্তি কালেকটিভের অংশ। শিরোনাম/ উদ্ধৃতি/ প্রাথমিক ভূমিকা প্যারাগ্রাফ ছাড়া বাকি খবরটি হিন্দুস্তান টাইমস বাংলার কর্মীদের দ্বারা সম্পাদিত নয়।