বাংলা নিউজ > ঘরে বাইরে > Sikkim flood: তিস্তার পারে বিস্ফোরক, গোলাবারুদ থাকতে পারে, সতর্ক করল প্রশাসন
পরবর্তী খবর
Sikkim flood: তিস্তার পারে বিস্ফোরক, গোলাবারুদ থাকতে পারে, সতর্ক করল প্রশাসন
1 মিনিটে পড়ুন Updated: 05 Oct 2023, 06:56 PM ISTChiranjib Paul
বৃহস্পতিবার ভূমি রাজস্ব দফতরের জারি করা একটি নির্দেশিকায় স্থানীয় জনগণকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে,'তিস্তা অববাহিকায় বিস্ফোরক ও গোলাবারুদ পাওয়া যেতে পারে। এই গোলা বারুদ নদীর পার থেকে তোলা উচিত না। কারণ যে কোনও মুহূর্তে সেগুলি বিস্ফোরিত হতে পারে এবং মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।'
বিপর্যস্ত সিকিম। (File Photo)
বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর সিকিমে সেনাবাহিনীর গোলবারুদের একটি ডিপো। সেই বিস্ফোরক ও গোলাবারুদ তিস্তা নদীর তীরে পাওয়া যেতে পারে। তা নিয়ে জনগণকে সতর্ক করেদিল সিকিম সরকার।
বৃহস্পতিবার ভূমি রাজস্ব দফতরের জারি করা একটি নির্দেশিকায় স্থানীয় জনগণকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে,'তিস্তা অববাহিকায় বিস্ফোরক ও গোলাবারুদ পাওয়া যেতে পারে। এই গোলা বারুদ নদীর পার থেকে তোলা উচিত না। কারণ যে কোনও মুহূর্তে সেগুলি বিস্ফোরিত হতে পারে এবং মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।'
হিমালয়ের কোলে অবস্থিত পূর্ব ভারতে এই রাজ্যে মেঘ ভাঙা বৃষ্টি এবং তার পরর্বতী সময়ে আকস্মিক বন্যা অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৩ জন সেনা সদস্য-সহ অন্তত ১০২জন নিখোঁজ।
সেনাবাহিনী থেকেই অনুরোধ করা হয় এ ব্যাপারে জনসাধারণকে সতর্ক করে দেওয়ার জন্য। উত্তর সিকিমের চুংথাং এলাকায় একটি সেনা ডিপো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়।