
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আমেরিকায় গিয়ে কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করে তির ছুঁড়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার সেই ঘটনায় রাহুল গান্ধীকে একহাত নিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
মোদী সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে মিডিয়া ব্রিফিং করছিলেন জয়শঙ্কর। তিনি বলেন, গোটা বিশ্ব দেখছে। তারা কী বলছেন? নির্বাচন হয়েছে। এক দল জেতে। এক দল পরাজিত হয়। যদি দেশে গণতন্ত্রই না থাকে তবে তো এই পরিবর্তনই হত না। প্রতিটি নির্বাচনের একটা ফলাফল থাকে। কিন্তু আমরা জানি ২০২৪ সালের ভোটের ফলাফল কী হবে। হিন্দিতেই বললেন জয়শঙ্কর।
আসলে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ফের মোদী সরকারকে নিশানা করেছিলেন রাহুল। এবার তারই জবাব দিলেন বিদেশমন্ত্রী।
তিনি বলেন, আসলে ওরা ভেবেছেন ভারতের মধ্য়ে বাইরের দেশের সমর্থন কাজ করবে। কিন্তু আমি মনে করি না দেশের রাজনীতির বিষয়কে বাইরে নিয়ে যাওয়া এটা জাতীয় স্বার্থের কোনও ব্যাপার। আমি মনে করি না তার বিশ্বাসযোগ্যতা এতে কোনও অংশে বাড়বে।
এদিকে সম্প্রতি প্রবাসী ভারতীয়দের সামনে আমেরিকার মাটিতে রাহুল গান্ধী বলেছিলেন, আমাদের প্রতিষ্ঠানের উপর পুরো আক্রমণ হচ্ছে। আমাদের বিচারব্যবস্থার উপর হামলা হচ্ছে। আমাদের মিডিয়ার উপর হামলা হচ্ছে। ভারতের আদর্শকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এটা প্রতিহত করার দায়িত্ব রয়েছে।
তবে বিদেশমন্ত্রী জানিয়েছেন, গোটা বিশ্ব ভারতকে বিশ্বাসযোগ্য অংশীদার হিসাবে গ্রহণ করছে। সেই সঙ্গেই তিনি বলেন, ৯ বছরের শাসনকালে মোদী সরকারের একটি সলিড রিপোর্ট কার্ড আছে। বিশ্ব অর্থনীতিতে ভারতের অগ্রগতির কথা তুলে ধরেন তিনি। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন গতবার আমেরিকা সফরের সময় আমেরিকান সেমিকন্ডাক্টর অ্য়াসোসিয়েশন আমাকে জানিয়েছিলেন, তাদের ৪০,০০০ ইঞ্জিনিয়ার ভারতে চিপ সংক্রান্ত কাজ করেন।
কাশ্মীরের বিশেষ তকমা সরিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকারের ভূমিকাও তিনি তুলে ধরেন। ভারতের বিদেশনীতির নানা দিক তিনি তুলে ধরেন। এদিনের সাংবাদিক বৈঠকে মন্ত্রী ভি মুরলীধরন, মীনাক্ষী লেখি ও রাজকুমার রঞ্জন সিং ছিলেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports