খাবারে পুষ্টিগুণ কতটা, দামের পাশেই দেখাতে হতে পারে Flipkart, Blinkit-দের Updated: 08 Feb 2023, 07:34 PM IST Soumick Majumdar দ্রুত ডেলিভারি করা বিভিন্ন অ্যাপ, যেমন Swiggy Instamart, Dunzo, Blinkit এবং Zepto-কেও এই জাতীয় তথ্য দিয়ে রাখতে হবে। দামের ঠিক নিচেই এই বিষয়ে সমস্ত বিবরণ দিতে হবে।