অনেকেই ইচ্ছা থাকে বিদেশে গিয়ে পড়াশোনা করার। দেশের মাটি ছেড়ে বিদেশে পড়তে যান অনেকেই। তবে অনেকেই বিদেশ থেকে আর ফিরতে চান না। বিদেশেই সারা জীবন থেকে যেতে চান। অনেকের কাছে বিদেশ মানেই স্বপ্নের জগত। তবে এবার লন্ডনে বসবাসকারী এক ভারতীয় সতর্ক করে দিয়েছেন বিভিন্ন দেশ থেকে ইউকেতে যে ছাত্রছাত্রীরা পড়তে আসেন তাঁদেরকে সতর্ক করেছেন তিনি।
তাঁর সতর্কবার্তা, এখানকার চাকরির বাজার বেশ খারাপ। দয়া করে এখানে পড়তে আসার কথা ভাববেন না।
এক্স হ্যান্ডলে তিনি একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে জাহ্নবী জৈন নামে ওই মহিলা লিখেছেন তাঁর অভিজ্ঞতার কথা। তিনি ভারতে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছিলেন। এরপর তিনি ইউকে-তে যান পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জনের জন্য। তিনি জানিয়েছেন, তাঁর ৯০ শতাংশ ব্যাচমেটই ফেরত চলে গিয়েছে দেশে। তাঁরা ইউকে-তে চাকরি পাচ্ছেন না। এনডিটিভির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে।
তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, 'কোনও চাকরি নেই। অনেকেই আমাদের টেক্সট করেন যে কীভাবে ইউকে-তে মাস্টার্স করার জন্য যেতে হয়। আমি তাদেরকে বলব এখানে আসবেন না। আমার ব্যাচের ৯০ শতাংশকেই ফিরে যেতে হয়েছে। এখানে কোনও কাজ নেই। যদি পয়সা নষ্ট করার মতো অবস্থা না থাকে তবে এখানে আসবেন না।'