Trump on $29 Million for Bangladesh: বাংলাদেশে রাজনীতি শক্তিশালী করার নামে কার পকেটে $২৯ মিলিয়ন? সত্যিটা জানালেন ট্রাম্প Updated: 23 Feb 2025, 07:57 AM IST Abhijit Chowdhury বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার দিয়েছিল আমেরিকা। সেই অর্থায়ন আপাতত বন্ধ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তবে কাদের পকেটে সেই ২৯ মিলিয়ন ডলার গিয়েছিল? তার নেপথ্যে কি কোনও ষড়যন্ত্র আছে? এই সব প্রশ্ন এখন ঘুরঘুর করছে অনেকেরই মনে।