ফের একবার বিশ্ব দরবারে মুখ পুড়ল পাকিস্তানের। এবার ঘটনার নেপথ্যে রয়েছে পাকিস্তানি মিডিয়া। দিন কয়েক আগে, পাকিস্তানি ২ টি মিডিয়া চ্যানেল দাবি করেছিল, পাকিস্তানে নাকি সেপ্টেম্বরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তাদের এও দাবি ছিল, যে ইসলামাবাদে নামার পরই তিনি নাকি ভারতে আসছেন। এরপরই সেই ভুয়ো খবরের প্রেক্ষিতে পাল্টা জবাব দেয় হোয়াইট হাউস। ট্রাম্পের দেশ সাফ জানিয়ে দেয় আপাতত পাকিস্তান যাচ্ছেন না ট্রাম্প।
হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের 'পাকিস্তানের ট্রিপ এখনও শিডিউল নয়।' উল্লেখ্য, শেষবার ২০০৬ সালে কোনও মার্কিন প্রেসিডেন্ট গিয়েছিলেন পাকিস্তানে। সেবার জর্জ ডাব্লিউ বুশ সফর করেছিলেন পাকিস্তানে। এদিকে, সদ্য পাকিস্তানের দুই মিডিয়া চ্যানেল দাবি করতে থাকে, সেপ্টেম্বরেই পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্প। বুশের সফরের পর প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট সেদেশে যাচ্ছেন সফরে। সেই সংবাদ তথ্য তুলে ধরে রয়টার্সের তরফে পাকিস্তানের বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়। পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র সূত্রে ইঙ্গিত দেওয়া হয়, ট্রাম্পের সফর সম্পর্কে তিনি সেভাবে কিছু জানেন না। ফলত ক্রমশই পাকিস্তানি মিডিয়ার ভুয়ো খবরের মুখোশ খুলতে থাকে। এদিকে, সেপ্টেম্বরে দ্বিতীয়বার ইউকে সফরে যাচ্ছেন ট্রাম্প। তিনি ও মেলানিয়া থাকবেন উইন্ডসর ক্যাসেলে। তাঁরা ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লস ও তাঁর স্ত্রী ক্যােলিয়া পার্কারের আথিথেয়তায় থাকবেন। ইউকের এই শিডিউল সদ্য গ্রহণ করেছেন ট্রাম্প। তারই মাঝে এসেছিল পাকিস্তানি মিডিয়ার ওই রিপোর্ট।
( সিন্ধু জলচুক্তি বাতিলের পর কাশ্মীরে কোন ৪ তাবড় প্রজেক্ট দ্রুত সম্পন্নে নজর কেন্দ্রের?)
পাকিস্তান মিডিয়ার ‘দ্য ডন’ জানিয়েছে, যে দুটি সংবাদমাধ্যম দাবি করেছিল যে সেপ্টেম্বরে পাকিস্তানে যাবেন ট্রাম্প, তারা পরে সেই রিপোর্ট সরিয়ে নেয়। এদিকে, ট্রাম্পের সফর সম্পর্কে বলতে গিয়ে মার্কিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বৃহস্পতিবার (স্থানীয় সময়) জানিয়েছেন যে তিনি ২৫ জুলাই থেকে ২৯ জুলাই স্কটল্যান্ড সফর করবেন। সেই সফরে তাঁর সঙ্গে ইউকের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই সফরের পর তিনি ফের ১৭ সেপ্টেম্বর ইউকে যাবেন।