যাবতীয় নাটকীয় মোড়ের যবনিকা পতন করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান পদে থাকছেন মহম্মদ ইউনুস। গত কয়েকদিন ধরে তাঁর ইস্তফার জল্পনা ঢাকার অলিন্দে ঘোরাফেরা করেছে। তবে শনিবার সেই সমস্ত জল্পনায় জল ঢেলে ঢাকা জানিয়েছে, পদত্যাগ করছেন না ইউনুস। এদিকে, শনির সন্ধ্যা থেকেই ঢাকায় তিন বড় রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাতে বসেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।
শনিবার সন্ধ্যায় বিএনপি, এনসিপি, জামায়েতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। বৈঠকের পরই মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ‘ তারা (তিনটি দলের নেতারা) বলেছেন..প্রধান উপদেষ্টার নেতৃত্বে আস্থা আছে। তাঁকে অনুরোধ করেছেন যাতে... ওনার নেতৃত্বেই যাতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়।’শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করেনি কোনও দল।
এদিকে, বিএনপির তরফে জানানো হয়েছে, বৈঠকে ইউনুসের সঙ্গে সাক্ষাতে তাঁর উপদেষ্টা পরিষদ থেকে ৩ উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছে বিএনপি। বিএনপির সালাহউদ্দিন আহমেদ বলেন,' নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা, যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হচ্ছে তাঁদের বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিতভাবে জানিয়েছি।'
অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির তরফে দাবি করা হয়েছে, যাতে শেখ হাসিনার আমলে হওয়া সমস্ত ভোট বাতিল বলে ঘোষণা করা হয়। ইউনুসের সঙ্গে সাক্ষাতের পর পার্টির তরফে নাহিদ ইসলাম বলেন, বিগত সময়ে শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার মাধ্যমে নির্বাচন করেছিল, যেখানে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। রাতের ভোট ও ডামি প্রার্থীর ভোট হয়েছে।