দিল্লি থেকে গোয়াগামী ইন্ডিগোর ৬ই ৬২৭১ উড়ানটি গতকাল জরুরি অবতরণ করেছিল মুম্বই বিমানবন্দরে। এই আবহে নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণের আগে ইন্ডিগোর পাইলটরা 'প্যান প্যান প্যান' ঘোষণা করেন। ১৯১ জন আরোহী নিয়ে এয়ারবাস এ৩২০নিও বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়া বিমানবন্দরের উদ্দেশে উড়ে যাওয়ার পর মাঝ আকাশে ইঞ্জিনের ত্রুটি দেখা দেয়। এর জেরে মুম্বাইয়ে জরুরি অবতরণ করেছিল বিমানটি। রাত ৯টা ৫৩ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। (আরও পড়ুন: প্রথম স্ত্রী থাকাকালীন কি দ্বিতীয় স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব নিতে বাধ্য স্বামী?)
আরও পড়ুন: আমেরিকার আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা
মুম্বই বিমানবন্দরের আধিকারিকরা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ইন্ডিগোর বিমানটি যখন ভুবনেশ্বর থেকে প্রায় ১০০ নটিকাল মাইল উত্তরে উড়ছিল, তখন ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, 'বিমানের ১ নম্বর ইঞ্জিনে ত্রুটির কারণে পাইলট 'প্যান প্যান প্যান' (প্রাণঘাতী নয় এমন জরুরি বার্তা) ঘোষণা করেছিলেন।' পরে ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির জেরে বিমানটির গতিপথ বদল করা হয়েছিল। (আরও পড়ুন: আজই শেষ আলোচনা, ট্রাম্প বললেন- 'ভারতের সাথে শুল্ক চুক্তির খুব কাছাকাছি আমেরিকা')
আরও পড়ুন: চিনা মাদক পাচারের অভিযোগে আমেরিকায় ধৃত পঞ্জাবি গ্যাংস্টার, যোগ ISI-এর সঙ্গেও, কে এই ওপিন্দর সিং?
উড়ান সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, ১৬ জুলাই তারিখে দিল্লি থেকে গোয়ার মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে ৬ই ৬২৭১ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। প্রক্রিয়া অনুসরণ করে বিমানটিকে ঘুরিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। রাত ৯টা ৩২ মিনিট নাগাদ বিমানকর্মীরা মুম্বই যাওয়ার অনুরোধ করেন। তখনই এসওপি অনুসারে, একটি অ্যাম্বুলেন্স এবং দমকলের গাড়ি প্রস্তুত রাখা হয় বিমানবন্দরে। অবতরণের পরও বে পর্যন্ত বিমানটিকে অনুসরণ করেছিল অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবা প্রদানকারীরা।