
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দিল্লির বাতাসের গুণমান উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই আবহে জরুরি দূষণ বিরোধী পদক্ষেপের চতুর্থ ধাপ সক্রিয় করা হল রাজধাীতে। রিপোর্ট অনুযায়ী, সোমবার সকাল সাতটায় দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪৮১, যা কি না 'সিভিয়ার প্লাস' হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। এই আবহে দিল্লিবাসীর স্বাস্থের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে দূষিত বাতাস। এই আবহে মুখ্যমন্ত্রী অতিশী ঘোষণা করেছেন, দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়া ছাড়া বাকি সব স্কুল পড়ুয়ার ক্লাস অনলাইনে হবে। এদিকে সরকারি এবং বেসরকারি অফিসগুলির ৫০ শতাংশ কর্মীরে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে কেন্দ্রীয় সরকারও কর্মীদের জন্যে ওয়ার্ক ফ্রম হোম নীতি নিয়ে সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে। (আরও পড়ুন: SSKM-এর জুনিয়র চিকিৎসক কীভাবে অসুস্থ? সামনে এল চাঞ্চল্যকর তথ্য)
আরও পড়ুন: ভিতরে আওয়াজ শুনে ঢুকেছিলেন... এন্টালিতে পরিত্যক্ত বিল্ডিং ভেঙে মৃত ২ ভাই
এছাড়াও দিল্লিতে অপ্রয়োজনীয় ট্রাকের প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেবলমাত্র প্রয়োজনীয় পণ্য, প্রয়োজনীয় পরিষেবা বা এলএনজি, সিএনজি, বৈদ্যুতিক শক্তি বা বিএস -৬ ডিজেল ইঞ্জিন বহনকারী ট্রাকগুলিকে ঢুকতে দেওয়া হবে দিল্লিতে। এদিকে দিল্লির বাইরে নিবন্ধিত হালকা বাণিজ্যিক যানবাহনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে বৈদ্যুতিক, সিএনজি চালিত বা বিএস ৬ ডিজেল ইঞ্জিনের গাড়ি হলে তা ছাড় পাবে।
এদিকে দিল্লিতে নিবন্ধিত বিএস-৪ এবং তার নীচের গ্রেডের ডিজেল ইঞ্জিনের মাঝারি ও ভারী পণ্যবাহী যানবাহনের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে প্রয়োজনীয় পরিষেবা সরবরাহকারী বা প্রয়োজনীয় পণ্য বহনকারী যানবাহনের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। সড়ক, মহাসড়ক, ফ্লাইওভার ও বিদ্যুৎ সঞ্চালন লাইনের মতো সরকারি পরিকাঠামো ছাড়া বাকি সব নির্মাণকাজের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। (আরও পড়ুন: TMCP সভাপতি তৃণাঙ্কুরকে তীব্র আক্রমণ কল্যাণের, 'মজা' পাচ্ছেন সুকান্ত)
প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় দিল্লির একিউআই ৪৫৭-এ পৌঁছাতেই জরুরি ব্যবস্থা ঘোষণা করা হয়েছিল। সেন্টার ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের পরামর্শ অনুসারে এই সব বিধিনিষেধ জারি করা হয়েছিল। উল্লেখ্য, ০ থেকে ৫০-এর মধ্যে একিউআই থাকলে তা 'ভালো' বলে বিবেচিত হয়, ৫১ থেকে ১০০ 'সন্তোষজনক', ১০১ থেকে ২০০ 'মাঝারি', ২০১ থেকে ৩০০ 'খারাপ', ৩০১ থেকে ৪০০ 'খুব খারাপ', ৪০১ থেকে ৪৫০ 'গুরুতর' এবং ৪৫০-র বেশি হলে তা 'সিভিয়ার প্লাস' হিসেবে ধরা হয়। বর্তমানে দিল্লির বাতাসের মান এই 'সিভিয়ার প্লাস'।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports