বাংলা নিউজ > ঘরে বাইরে > Delhi Mundka Fire: NOC ছিল না, দিল্লি অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের জালে পুড়ে যাওয়া ভবনের মালিক
পরবর্তী খবর
অনুমোদন ছাড়াই তৈরি হয়েছিল বিল্ডিং। তাতেই ছিল বিভিন্ন সংস্থার অফিস। সেই ভবনেই ভয়াবহ এক অগ্নিকাণ্ড প্রাণ কেড়ে নিল ২৭ জনের। এই আবহে দিল্লির মুন্ডকার অগ্নিদগ্ধ ভবনের মালিক মণীশ লাকড়াকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশে ডেপুটি কমিশনার এই তথ্য জানিয়েছেন। অগ্নিকাণ্ডের পর থেকেই লাকড়া পলাতক ছিল। সে এই ভবনেরই ওপর তলায় থাকত বলে জানা গিয়েছে।