বাংলা নিউজ > ঘরে বাইরে > Delhi Exit Poll 2025: দিল্লিতে কটা আসন পেতে পারে বিজেপি? বুথ ফেরত সমীক্ষায় মন খারাপ হবে আপের
পরবর্তী খবর
Delhi Exit Poll 2025: দিল্লিতে কটা আসন পেতে পারে বিজেপি? বুথ ফেরত সমীক্ষায় মন খারাপ হবে আপের
1 মিনিটে পড়ুন Updated: 05 Feb 2025, 08:31 PM ISTSatyen Pal
পিপলস পালস বিজেপির বিশাল জয়ের ভবিষ্যদ্বাণী করেছে। বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে, বিজেপি পাবে ৫১-৬০টি আসন। যেখানে আম আদমি পার্টি পাবে ১০-১৯টি আসন।
দিল্লির প্রাক্তন মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। (PTI Photo/Shahbaz Khan)
বেশিরভাগ বুথফেরত সমীক্ষায় দিল্লির নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং অরবিন্দ কেজরিওয়ালের ক্ষমতা থেকে সরে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। একাধিক এক্সিট পোলে পূর্বাভাস দেওয়া হয়েছে যে এবার ক্ষমতায় আসতে পারে বিজেপি। সেই সঙ্গেই আপ ক্ষমতা থেকে সরে যেতে পারে। এনিয়ে উচ্ছসিত বিজেপি শিবির।
জাতীয় রাজধানীতে কংগ্রেস দলের বিপর্যয়ের পূর্বাভাসে সমস্ত এক্সিট পোল এজেন্সি সর্বসম্মত রয়েছে।
পিপলস পালসের সমীক্ষায় বিজেপির বিপুল জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে, বিজেপি পাবে ৫১-৬০টি আসন। যেখানে আম আদমি পার্টি পাবে ১০-১৯টি আসন। কংগ্রেস একটি আসনও পাবে না বলে এক্সিট পোলে বলা হয়েছে।
চাণক্য স্ট্র্যাটেজিসের বুথ ফেরত সমীক্ষায় পূর্বাভাস দেওয়া হয়েছে, বিজেপি পাবে ৩৯-৪৪টি আসন। আম আদমি পার্টি পেতে পারে ২৫-২৮টি আসন। চাণক্য স্ট্র্যাটেজিস কংগ্রেসের জন্য সবচেয়ে বেশি আসন পেতে পারে বলে জানিয়েছে, সংখ্যাটি মাত্র তিনটি।
ম্যাট্রিজই একমাত্র এক্সিট পোল যা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিয়েছে। বিজেপি পাবে ৩৫-৪০টি আসন। আম আদমি পার্টি পেতে পারে ৩২-৩৭টি আসন। তাতে কংগ্রেস ০-১টি আসনের পূর্বাভাস দিয়েছে।
জেভিসি এক্সিট পোলে বিজেপি ৩৯-৪৫টি এবং আম আদমি পার্টি ২২-৩১টি আসন পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কংগ্রেসকে ০-২ আসন দেওয়া হয়।
পি-মার্ক বিজেপিকে ৩৯-৪৯টি আসন এবং আপকে ২১-৩১টি আসনের পূর্বাভাস দিয়েছে। কংগ্রেসকে ০-১ আসন দিয়েছে। পিপলস ইনসাইটও বিজেপিকে ৪০-৪৪টি আসন এবং আম আদমি পার্টিকে ২৫-২৯টি আসন দিয়েছে। দাবি করা হয়েছে, কংগ্রেস ০-১ আসনে জিতবে।
পোল ডায়েরি বিজেপিকে ৪২-৫০টি এবং আম আদমি পার্টিকে ১৮-২৫টি আসন দিয়েছে। কংগ্রেস ০-২টি আসন পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
২০১৫ ও ২০২০ সালের বিধানসভা নির্বাচনে কী হয়েছিল?
২০১৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি ৭০টি আসনের মধ্যে ৬৭টি আসন জিতেছিল। বাকি তিনটি আসনে জয়ী হয় বিজেপি। কংগ্রেস খাতাও খুলতে পারেনি।
আম আদমি পার্টি (আপ) ২০২০ সালে আরও একটি দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। দলটি পেয়েছিল ৬২টি আসন। বিজেপি জিতেছিল ৮টি আসন।
এদিকে এই এক্সিট পোলের হিসাব সামনে আসার পরেই উচ্ছসিত গেরুয়া শিবির। তারা আগামী দিনে কী করবেন সেটাও ঘোষণা করতে শুরু করেছেন। তবে আপ অবশ্য় তাদের মতো করে হিসাবের কথা উল্লেখ করছেন।