ফের ঘূর্ণিঝড়ের নিশানায় দেশের আরেক মহানগর। কলকাতার পর এবার দুর্যোগের মুখে পড়তে পারে মুম্বই। ঘণ্টায় ১০০ কিলোমিটারেরও বেশি বেগে হাওয়া বইতে পারে মায়ানগরীতে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে আরব দক্ষিণ-পূর্ব আরব সাগরে একটি লঘুচাপ ক্ষেত্র তৈরি হচ্ছে। যা ক্রমশ শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হতে পারে। যা আরও শক্তিশালী হয়ে আগামী ৩ জুন উত্তর মহারাষ্ট্র বা গুজরাত উপকূলে আঘাত হানতে পারে।

রবিবারের পর্যবেক্ষণ অনুসারে লঘুচাপ ক্ষেত্রটি ইতিমধ্যে সুস্পষ্ট লঘুচাপ ক্ষেত্রে পরিণত হয়েছে। ক্রমশ উত্তর দিকে এগোচ্ছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে তা বুধবার মুম্বই শহরে আঘাত হানতে পারে বলে একাধিক পূর্বাভাসে বলা হয়েছে। সেক্ষেত্রে মুম্বই শহরে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটারের ওপরে।
করোনা কবলিত মুম্বই মহানগরীতে ঘূর্ণিঝড় আছড়ে পড়লে ব্যাপক বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। জরুরি অবস্থায় সোশ্যাল ডিসট্যান্সিং মানা সম্ভব না হলে শহরে আরও বাড়তে পারে সংক্রমণ।