
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
জয়শ্রী নন্দী
দীর্ঘ ১২৯ বছরের ইতিহাসে মার্চে বঙ্গোপসাগর এবং আরব সাগরে আটটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। ছ'টি সমুদ্রেই বিলীন হযে গিযেছে। দুটি ঘূর্ণিঝড় উপকূল পার করেছে। যা শেষবার হয়েছিল ১৯২৬ সালে। অর্থাৎ আন্দামান উপকূল পার করলে ৯৬ বছর পর আবারও সেই কাজটা করতে চলেছে ঘূর্ণিঝড় ‘অশনি’।
ভারতীয় মৌসম ভবনের তথ্য অনুযায়ী, ১৮৯১ সাল থেকে ২০২০ সালের মধ্যে মার্চে বঙ্গোসাগরে ছ'টি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। আরব সাগরে সেরকম ঘূর্ণিঝড়ের সংখ্যা ছিল দুই। ১৯০৭ সালে শ্রীলঙ্কার উপকূল পার করেছিল একটি ঘূর্ণিঝড়। তারপর ১৯২৬ সালে আরও একটি ঘূর্ণিঝড় তামিলনাড়ুর উপকূল পার করেছিল। এবার ঘূর্ণিঝড় ‘অশনি’ আন্দামান উপকূল পার করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।
সাধারণত এপ্রিল এবং মে'তে উত্তর ভারতীয় মহাসাগরের উপর ঘূর্ণিঝড় তৈরি হয়। নাম গোপন রাখার শর্তে ভারতীয় মৌসম ভবনের এক আধিকারিক বলেন, ‘জলবায়ুগতভাবে ঘূর্ণিঝড়ের মরশুম নয় মার্চ। সেটা হল এপ্রিল এবং মে। মার্চে সাগর ঠান্ডা থাকে।’ মার্চে সূর্যের বিকিরণ বেশি হয় না বলে জানিয়েছেন ভারতীয় মৌসম ভবনের ওই আধিকারিক।
ভারতীয় মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা আগামী রবিবার (২০ মার্চ) গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরদিন (সোমবার, ২১ মার্চ) তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। রবিবার পর্যন্ত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল বরাবর উত্তর দিকে যেতে পারে সেই সম্ভাব্য ঘূর্ণিঝড়। তারপর উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সকালের দিকে বাংলাদেশ এবং উত্তর মায়ানমারের কাছে পৌঁছাতে পারে।
ব্রিটেনের রিডিং বিশ্ববিদ্যালয়ের আবহবিদ অক্ষয় দেওরাস টুইটারে বলেছেন, ‘যদি পূর্বাভাস মিলে যায়, তাহলে প্রথম ঘূর্ণিঝড় হিসেবে মার্চে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে আছড়ে পড়বে অশনি। কমপক্ষে শেষ ১৩২ বছরে এই এলাকায় একটিও ক্রান্তীয় ঘূর্ণিঝড় মার্চে আছড়ে পড়েনি।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports