বাংলা নিউজ >
ঘরে বাইরে > দেশের শহরাঞ্চলেই করোনায় মৃতের সংখ্যা ১.৩৯ কোটি হতে পারে, সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
পরবর্তী খবর
দেশের শহরাঞ্চলেই করোনায় মৃতের সংখ্যা ১.৩৯ কোটি হতে পারে, সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
1 মিনিটে পড়ুন Updated: 10 Aug 2021, 12:35 PM IST Ayan Das - ফলাফলে তেমনই ইঙ্গিত মিলেছে। ওই সমীক্ষা অনুযায়ী, চলতি বছরে ভারতে সরকারিভাবে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩০০,০০০ দেখানো হলেও আসল সংখ্যাটা সম্ভবত অনেকটা বেশি। শুধুমাত্র শহরাঞ্চলেই ১.৩৯ কোটি মানুষের মৃত্যু হতে পারে।
চালানো হয়েছিল। অনলাইন সমীক্ষায় প্রায় অর্ধেক উত্তরদাতাই ছিলেন যুবক-যুবতী। বাকি উত্তরদাতাদের বয়স ১৮-২৪ বা ৪০-এর ঊর্ধ্বে। ১০,২৮৫ জনের প্রতিক্রিয়ার ভিত্তিতে যে সমীক্ষার যে তথ্য উঠে এসেছে, তাতে ১৭ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন যে চলতি বছরের শুরু থেকে তাঁদের বাড়িতে করোনায় কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। প্রতিটি পরিবারের গড় সদস্য সংখ্যা ৩.৯ ধরে নিয়ে স্রেফ শহরাঞ্চলে প্রকৃত মৃতের সংখ্যাটা ১.৩৯ কোটি হতে পারে বলে ইউগভ-মিন্ট-সিপিআর মিলেনিয়াল সার্ভেতে উঠে এসেছে। ২০১৮ সালের ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অনুযায়ী শহুরে এলাকায় পরিবারে গড়ে ৩.৯ জন সদস্য থাকেন। সেই পরিসংখ্যানের ভিত্তিতেই সেই হিসাব করা হয়েছে। যে পরিবারে করোনায় কেউ মারা গিয়েছেন, সেই পরিবারের সর্বাধিক একজনের মৃত্যু হয়েছে বলে ধরা হয়েছে সমীক্ষায়।