করোনাভাইরাস মোকাবিলায় ভারতে পর্যাপ্ত সংখ্যক নমুনা পরীক্ষা হচ্ছে না বলে আগেই অভিযোগ করেছিলেন। বৃহস্পতিবার একই বিষয়ে কেন্দ্রকে নিশানা করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।
আরও পড়ুন : Lockdown 2.0: কেন লকডাউন শিথিলের জন্য ২০ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করলেন মোদী?
ভিডিয়ো কনফারেন্সে রাহুল বলেন, 'আমরা গুরুতর পরিস্থিতিতে আছি। দেশবাসী ও (সকল) দলকে একসঙ্গে কাজ করতে হবে।' রাহুল জানান, দেশকে তালাবন্ধ করে করোনার থাবা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না। তিনি বলেন, 'আমি দেশে-বিদেশের অনেক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছি। সরকারের বাইরের (ব্যক্তিদের) সঙ্গে কথা বলেছি। যে পরিস্থিতি চলছে, তা নিয়ে তাঁদের বেশি জ্ঞান আছে। আমাদের বুঝতে হবে, কোনওভাবেই করোনাভাইরাস সমস্যার সমাধান নয় লকডাউন। লকডাউন হল থামিয়ে (pause) দেওয়ার বোতাম। আমরা যখন লকডাউনের বাইরে বেরিয়ে যাব, তখন ভাইরাস আবার নিজের কাজ শুরু করবে। তাই আমাদের কৌশল প্রয়োজন।'
আরও পড়ুন : Lockdown 2.0: কর্মীদের ক্যাব দিতে হবে, প্রতি শিফ্টের পর সাফ করতে হবে অফিস, কেন্দ্রের দশ নির্দেশিকা
লকডাউনকে ভোঁতা অস্ত্রের সঙ্গেও তুলনা করেন রাহুল। বলেন, 'আমার মূল পরামর্শ যে এরকম ভোঁতা অস্ত্র ব্যবহার করা উচিত নয়। আমাদের কৌশলগতভাবে কাজ করতে হবে। লকডাউন সমস্যা মেটায়নি। এটা শুধু সমস্যাটা পিছিয়ে দিয়েছে।'
আরও পড়ুন : Lockdown 2.0: যে তেরো কাজ করতে পারবেন না তেসরা মে পর্যন্ত..
করোনা মোকাবিলায় দেশের কী কৌশল হওয়া উচিত, তাও বাতলে দেন রাহুল। তিনি বলেন, 'করোনার বিরুদ্ধে সবথেকে বড় অস্ত্র হল পরীক্ষা-পরীক্ষা। তা এমন একটা পর্যায়ে যে আপনি জানেন ভাইরাস কোথায় যাচ্ছে ও আপনি সেটিকে আলাদা করতে পারবেন, টার্গেট করতে পারবেন ও লড়াই করতে পারবেন।'
আরও পড়ুন : Covid-19 Updates: ভারতের সুরক্ষা টেস্টে ব্যর্থ চিনের ৫০,০০০ হাজার PPE কিট
কয়েকদিন আগেই একটি টুইটবার্তায় রাহুল দাবি করেছিলেন, দেশে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে ২০০ জনেরও নমুনা পরীক্ষা করা হয় না। ভিডিয়ো ব্রিফিংয়ে সেই একই বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল। বলেন, '১০ লাখ মানুষের মধ্যে আমাদের নমুনা পরীক্ষা হয় ১৯৯ জনের। যা পরীক্ষা হয়েছে, সব শেষ ৭২ দিনে। তা থেকে হিসেবটা দাঁড়াচ্ছে প্রতি জেলার ৩৫০ টি নমুনা পরীক্ষা হয়েছে।'
আরও পড়ুন : অবশেষে একটু কমল সোনার দাম, পতন রুপোর দামেও
রাহুলের মতে, বর্তমানে দেশে লাগাতার নমুনা পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই পরীক্ষাকে কৌশলগতভাবে ব্য়বহার করতে হবে। যা রাজ্যেগুলিকে সাহায্য করবে। কংগ্রেস সাংসদের কথায়, 'শুধু আক্রান্তদের হদিশ পাওয়ার জন্য নয়, এটিকে (নমুনা পরীক্ষার ফলাফল) মানচিত্র তৈরির কাজে ব্যবহার করা হোক। যাতে ভাইরাসের গতিবিধি বোঝা যায়।'
আরও পড়ুন : COVID-19 Updates: দিল্লিতে করোনা আক্রান্ত পিৎজা ডেলিভারি বয়, কোয়ারেন্টাইনে ৭২ পরিবার
প্রাক্তন কংগ্রেস সভাপতি জানান, করোনার থেকে এক কদম এগিয়ে থাকতে হবে। সেজন্য প্রয়োজন প্রচুর পরিমাণে নমুনা পরীক্ষা। তাঁর কথায়, 'বিষয়টা এরকম হবে যে, ভাইরাসকে তাড়া করা হতে থেকে ভাইরাসের আগেও যাওয়া। র্যান্ডম টেস্টিংয়ের দিকে ঝুঁকতে হবে ও আগে থেকে অনুধাবন করতে হবে ভাইরাস কোথায় যাচ্ছে।'
আরও পড়ুন : COVID-19 Updates: হয়তো হাজার বছরে একবার, বাদুড় থেকে মানবদেহে করোনা সংক্রমণ নিয়ে বলল ICMR