ভারতে ৬,০০০ ছাড়িয়ে গিয়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। বিশ্বে আক্রান্তের সংখ্যা ১৬ লাখের বেশি। মৃতের সংখ্যাও বাড়ছে।
দিল্লিতে বাড়ল হটস্পট
প্রায় হাজারের কাছে পৌঁছে গিয়েছে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা। তার জেরে রাজধানীর ৩০টি হটস্পট অঞ্চলে সম্পূর্ণ লকডাউন জারি করল কেজরিওয়াল সরকার।
লাখ ছাড়াল মৃত, আতঙ্ক শুরু বলল WHO
বিশ্বজুড়ে Covid-19 এ মৃতের সংখ্যা পৌঁছল মোট ১,০০,৩৭১ জনে। শুক্রবার এই তথ্য জানা গিয়েছে রয়টার্স-এর পরিসংখ্যানে। অন্য দিকে WHO প্রধান জানালেন, 'আমরা এবার আতঙ্কের পর্যায়ে পৌঁছেছি। বিশ্বে ত্রাস সঞ্চার করেছে অদৃশ্য এই মারণভাইরাস। কিন্তু আমাদের স্বাস্থ্য পরিষেবা মজবুত রাখতে হবে।'
দিল্লিতে করোনা আক্রান্ত আরও ১৮৩ জন
দিল্লি : দিল্লিতে আরও ১৮৩ জনের শরীরে করোনা অস্তিত্ব মিলল। তাঁদের মধ্যে ১৫৪ জনেন নিজামুদ্দিন মার্কাজের যোগ রয়েছে।
গুজরাতে করোনা আক্রান্ত আরও ৭০
গুজরাত : আজ আরও ৭০ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে। রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে হল ৩৭৮। ১৯ জনের মৃত্যু হয়েছে। ৩৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
দিল্লির আরও তিনটি জায়গাকে সংক্রামক হিসেবে ঘোষণা দিল্লির
দিল্লি : মধ্য ও উত্তর দিল্লির আরও তিনটি জায়গাকে সংক্রামক বলে ঘোষণা করল প্রশাসন। এলাকাগুলি হল - বি ব্লক জাহাঙ্গীরপুরী, নবি করিম ও চাঁদনি মহল। দিল্লির স্বরাষ্ট্র দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, তবলিগি জামাত যোগে ওই তিন জায়গায় সংক্রামক তালিকায় আনা হয়েছে।
তামিলাড়ুুতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
তামিলনাড়ু : রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে দাঁড়াল ৯১১। আজ আরও ৭৭ জনের শরীরে করোনা ধরা পড়েছে। তাঁদের মধ্যে ৭০ জনই দিল্লিতে একটি নির্দিষ্ট অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলে জানালেন তামিলনাড়ুর মুখ্যসচিব।
রাজস্থানে করোনার কবলে আরও ৫৭, মোট আক্রান্ত ছাড়াল ৫০০
রাজস্থান : একদিনে আরও ৫৭ জন করোনা আক্রান্তের হদিশ মিলল। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৫২০।
ওড়িশার করোনার দাপট সবচেয়ে বেশি ভুবনেশ্বরে
ওড়িশা : ওড়িশায় করোনা আক্রান্ত বেড়ে দাঁড়াস ৪৮। ভুবনেশ্বরে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ জন।
কেরালায় নতুন করে আক্রান্ত সাত, হাসপাতাল থেকে ছাড়া পেলেন আরও ১৯ জন
কেরালা : কেরালায় আরও সাতজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেল। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬৪। পাশাপাশি আজ আরও ১৯ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে রাজ্যে মোট ১২৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
মুম্বইয়ে নতুন করে করোনা পজিটিভ ২১২ জনের, মোট আক্রান্ত প্রায় ১০০০
মুম্বইয়ে আরও ২১২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলল। ফলে শুধুমাত্র মুম্বইয়ে করোনা আক্রান্ত বেড়ে দাঁড়াল ৯৯৩।
'সেপ্টেম্বরের মাঝামাঝি করোনা সবচেয়ে ভয়াবহ' দাবি সংক্রান্ত কোনও গবেষণা হয়নি, জানাল PGIMER
পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন ও রিসার্চের বিশেষজ্ঞদের অনুমান সেপ্টেম্বরের মাঝামাঝি দেশে করোনা পরিস্থিতি সবথেকে ভয়াবহ হবে। দেশের ৫৮ শতাংশ মানুষ আক্রান্ত হতে পারেন। কিন্তু এরকম কোনও রিপোর্ট উড়িয়ে দিল ওই প্রতিষ্ঠান। তাদের জনসংযোগ আধিকারিক জানান, কমিউনিটি মেডিসিন ও স্কুল অফ পাবলিক হেলথের কোনও বিশেষজ্ঞ বা অধ্যাপক এরকম কোনও গবেষণা করেছে বলে জানা নেই।
পঞ্জাবে বাড়ল লকডাউন
পঞ্জাবে বাড়ল লকডাউনের মেয়াদ। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সেখানে লকডাউন থাকবে।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত বাড়ল ৮৯৬
বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে আজ বিকেল পাঁচটা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল ৮৯৬। মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের।
আক্রান্তের নয়া রেকর্ড, একদিনে করোনার কবলে ৮৯৬, মৃত্যু ছাড়াল ২০০
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬,৭৬১। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, আজ বিকেল পাঁচটা দেশে করোনায় মৃত্যু হয়েছে ২০৬ জনের। সেরে উঠেছেন ৫১৫ জন। একজন অন্যত্র চলে গিয়েছেন।
দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি, জানাল কেন্দ্র
শুক্রবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল বলেন, 'দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হলে আমরাই প্রথম আপনাদের জানাব। সেক্ষেত্রে আরও বেশি সতর্ক হতে হবে।' তিনি জানান, কয়েকটি জায়গায় আক্রান্তের সংখ্যা বেশি হলেও গোষ্ঠী সংক্রমণের ভয় নেই। আতঙ্কিত হতে হবে না। তবে সব সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। তাঁর কথায়, 'এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হল, সব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া।'
সেপ্টেম্বরের মাঝে ভয় সবথেকে বেশি, ৫৮% দেশবাসীর আক্রান্তের সম্ভাবনা : অমরিন্দর
পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং : পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন ও রিসার্চ চণ্ডীগড়ের বিশেষজ্ঞদের অনুমান, সেপ্টেম্বরের মাঝামাঝি করোনা সবথেকে মারাত্মক হতে পারে। দেশের ৫৮ শতাংশ মানুষ আক্রান্ত হতে পারেন।
পাঁচদিনে মুম্বইয়ে দ্বিগুণ করোনা আক্রান্তের সংখ্যা
মুম্বইয়ে পাঁচদিনের ব্যবধানে দ্বিগুণ হল করোনা আক্রান্তের সংখ্যা।
ধারাভিতে পাঁচ নয়া করোনা আক্রান্তের দু'জনের তবলিগি জামাত যোগ
বৃহন্মুম্বই পুরনিগম : ধারাভিতে নতুন যে পাঁচজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে, তাঁদের মধ্যে দু'জন দিল্লির নিজামুদ্দিনের জমায়েতে যোগ দিয়েছিলেন। সংবাদসংস্থা পিটিআইয়ের খবর।
হাইড্রক্সিক্লোরোকুইনের জন্য ইজরায়েল থেকে এল ধন্যবাদ
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু একটি টুইটবার্তায় বলেন, 'ইজরায়েলে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোয় আমার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদীকে ধন্যবাদ। ইজরায়েলের প্রত্যের নাগরিক আপনাকে ধন্যবাদ জানাচ্ছে।' জবাবে আজ মোদী বলেন, 'এই মহামারীর বিরুদ্ধে আমাদের যৌথভাবে লড়তে হবে। নিদের বন্ধুদের সাহায্যের জন্য যতটা করা সম্ভব, সেটা করতে প্রস্তুত ভারত। ইজরায়েলের মানুষের সুস্বাস্থ্য কামনা করি।'
মোদীকে ধন্যবাদ ব্রাজিলের প্রেসিডেন্টের
হাইড্রক্সিক্লোরোকুইন রফতানির বিধিনিষেধ শিথিলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন ব্রাজিলের প্রেসিডেন্ট জে বলসোনারো। একটি টুইটবার্তায় তিনি বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমাদের ধন্যবাদ। আমাদের ফোনালাপের পর হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির সামগ্রী ব্রাজিলে পাঠিয়েছেন উনি।' জবাবে মোদী বলেন, 'ধন্যবাদ প্রেসিডেন্ট। এই কঠিন পরিস্থিতিতে ভারত ও ব্রাজিলের সম্পর্ক যে কোনও সময়ের থেকে বেশি শক্তিশালী। এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে ভারত প্রতিজ্ঞাবদ্ধ।'
ধারাভিতে করোনা আক্রান্ত আরও ৫
বৃহন্মুম্বই পুরনিগম : ধারাভিতে করোনায় আক্রান্ত আরও পাঁচজন। ফলে সেখানে মোট করোনা আক্রান্ত বেড়ে দাঁড়াল ২২।
উত্তর-পূর্বে প্রথম করোনায় প্রথম মৃত্যু, রয়েছে তবলিগি জামাত যোগ
উত্তর-পূর্ব ভারতে প্রথম করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটল। বৃহস্পতিবার গভীর রাতে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৬৫ বছরের ওই ব্যক্তির মৃত্যু হয়। ওই ব্যক্তি সম্প্রতি সৌদি আরবে গিয়েছিলেন। পাশাপাশি দিল্লিতে তবলিগি জামাতের জমায়েতেও যোগ দিয়েছিলেন। গত ১৮ মার্চ তিনি অসমের হাইলাকান্দিতে ফেরেন। এরপর গত সোমবার তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছিল।
দেশে ৬ হাজার ছাড়াল আক্রান্ত সংখ্যা, মৃতের সংখ্যা প্রায় ২০০
ভারতে একলাফে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৬,০০০ ছাড়িয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, আজ সকাল আটটা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬,৪১২। সেরে উঠেছেন ৫০৩ জন। মৃত্যু হয়েছে ১৯৯ জনের। একজন অন্যত্র চলে গিয়েছেন।
বিশ্বে করোনায় আক্রান্ত ১৬ লাখ, মৃত ৯৬ হাজার ছুঁইছুঁই
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। মৃতের সংখ্যা ৯৬,০০০-এর কাছাকাছি।