
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
মঙ্গলবার সংসদে জাতি গণনা ইস্যুতে বক্তব্য রাখছিলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। সেই সময় তিনি, 'জাত' ইস্যুতে নাম না করে একটি মন্তব্য করেন। যে মন্তব্য ঘিরে রাহুল গান্ধী বলেন, ‘অনুরাগ ঠাকুর আমায় গালি দিয়েছে, আমায় অপমান করেছেন।’ অনুরাগের ভাষণের একটি অংশ অপসারিত হয়। এদিকে, এরপর অনুরাগের পুরো ভাষণের ভিডিয়ো পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেই পোস্টে অনুরাগ ঠাকুরের ভূয়সী প্রশংসা করেন। এরপরই নরেন্দ্র মোদীর পোস্ট নিয়ে সংসদে স্বাধিকার ভঙ্গের নোটিস আনে কংগ্রেস।
পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের বর্তমান সাংসদ চরণজিৎ সিং চান্নি, বুধবার লোকসভার সচিবালয়ে জমা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস। মোদীর যে পোস্ট নিয়ে চড়ছে পারদ, সেখানে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের সংসদে মঙ্গলবারের ভাষণের সম্পূর্ণ অংশের ভিডিয়ো পোস্ট করা রয়েছে। অথচ অনুরাগ ঠাকুরের বক্তব্যের একটি অংশ লোকসভার রেকর্ড থেকে অপসারিত করা হয়েছে। নাম না করে লোকসভায় রাহুল গান্ধীর বিরুদ্ধে জাত তুলে মন্তব্য করার অভিযোগ রয়েছে অনুরাগের বিরুদ্ধে। অনুরাগের সেই ভাষণের রেকর্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স পোস্টে শেয়ার করেছেন। নিজের পোস্টে মোদী লেখেন,' আমার তরুণ ও উদ্যমী সহকর্মী অনুরাগ ঠাকুরের এই বক্তৃতা অবশ্যই শোনা দরকার। তথ্য ও হাস্যরসের একটি নিখুঁত মিশ্রণ, যা ইন্ডি জোটের নোংরা রাজনীতিকে ফাঁস করে দিয়েছেন।'
চরণজিৎ সিং চান্নি জানান, মঙ্গলবার স্পিকারের নির্দেশে সাংসদ অনুরাগ ঠাকুরের ভাষণের কিছু অংশ সভার কার্যবিবরণী থেকে অপসারণ করা হয়। কিন্তু প্রধানমন্ত্রী মোদী, অনুরাগের অসম্পাদিত বক্তৃতার পুরো ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।' এর আগেও মোদীর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের অভিযোগ আনে কংগ্রেস। সেবার, ২০২৩ সালে বাজেট অধিবেশেন রাষ্ট্রপতির বক্তৃতার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন। সেই সময় তিনি বলেন, ‘আমি বুঝিনা নেহরুর পরিবারের উত্তর পুরুষরা কেন তাঁর পদবী ব্যবহার করেন না?’ এরপর কংগ্রেস প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনে।
সদ্য মঙ্গলবার, সংসদে জাত তুলে তাঁর বিতর্কিত মন্তব্যের পরই অনুরাগ পাল্টা দাবি করেন, তিনি তাঁর ভাষণে কারোর নাম নেননি। এদিকে, জাতিজনগণনা নিয়ে কংগ্রেসের দাবিকে, তিনি নস্যাৎ করতে থাকেন। তাঁর ওই মন্তব্যের পর পাল্টা বক্তব্য রাখেন রাহুল। কংগ্রেসের আমেঠির সাংসদ রাহুল নিজেকে মহাভারতের অর্জুনের সঙ্গে তুলনা করেন। রাহুল বলেন, ‘মহাভারতের কথা হয়েছে। মহাভারতে অর্জুন শুধু মাছের চোখ দেখেছে.. সেরকমই আমিও মাছের চোখ দেখছি… জাতি জনগণনা আমরা করিয়ে ছাড়ব। আপনাদের যত গালি দেওয়ার আছে দিন.. । ’
৳7,777 IPL 2025 Sports Bonus