দোকানে গুটখা কেনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বিহারের মধেপুরায়। শুক্রবার এই ঘটনার জেরে ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও ১০ থেকে ১৫ জন পুলিশের নজরে রয়েছে বলে খবর। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ আরও পদক্ষেপ করতে পারে বলে তথ্য উঠে আসছে। জানা গিয়েছে, বিহারের মাধেপুরায় চৌসা থানা এলাকায় গুটখা কেনা নিয়ে মারপিট ঘিরে দুই গোষ্ঠীর ধুন্ধুমার সংঘর্ষ দেখা যায়। তাতে অনেকেই আহত হয়েছেন বলেও খবর।
শুক্রবার সকাল ৭.৪৫ মিনিট নাগাদ স্থানীয় এক দোকানে এক ব্যক্তি গুটখার প্যাকেট চান। অভিযোগ, টাকা না দিয়ে ধার রেখে ওই গুটখার প্যাকেট চান স্থানীয় যুবক। তা দিতে অস্বীকার করেন দোকানদার। তারপরই দোকানদারকে ঘিরে ধরে মারধর করা হয়েছে বলে খবর। কোনও মতে দোকানদার সেখান থেকে নিজেকে বাঁচিয়ে নিজের গ্রামে চলে যান। সেখানে ঘটনার কথা জানান তিনি। এরপর তাঁর গ্রাম থেকে ২৫ জন ঘটনাস্থলে আসেন। অন্যদিকে, ওই যুবকের সঙ্গেও বেশ কয়েকজন ছিলেন। দুই পক্ষের মধ্যে ধুন্ধুমার সংঘর্ষ হয়। মোট ২৪ জনকে গ্রেফতার করে পুলিশ। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে পুলিশের ৯ জন রয়েছেন বলে খবর। পুলিশের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। এলাকায় আভিয়া তোলা ও দাবরু তোলা গ্রামে পরিস্থিতি স্বাভাবিক করতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। পুলিশের এসপি সন্দীপ সিং জানিয়েছেন, সংঘর্ষের খবর পেতেই পুলিশ ও প্রশাসন সেখানে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
( Delhi Vote Results and Exit Poll: দিল্লিতে ২০২৫র আগের ৩ ভোটপর্বে এক্সিট পোলের সঙ্গে কতটা মিলেছিল ফলাফল? কিছু তথ্য একনজরে)
( Navapancham Yog Lucky Rashi: ৯ ফেব্রুয়ারি থেকে ভাগ্য ফিরতে পারে এই ৩ রাশির, শনি ও মঙ্গলের কৃপায় তৈরি হচ্ছে নবপঞ্চম যোগ)
দুই পক্ষের তরফ থেকেই চৌসা পুলিশ স্টেশনে ৬ টি এফআইআর দায়ের হয়েছে। এসপি সন্দীপ সিং জানিয়েছেন,' দুই পক্ষের তরফেই একে অপরের বিরুদ্ধে ৬ টি আলাদা আলাদা অভিযোগ পেয়েছেন তাঁরা।' এছাড়াও পুলিশ, রাস্তা অবরোধ, সরকারি কাজে বাধা, পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগেও এফআইআর দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় 'সিসিটিভি ফুটেজ ও ছবি থেকে ১৫ জনকে চিহ্নিত করা গিয়েছে। তাদের ধরতেও তল্লাশি জারি রয়েছে। হিংসা ছড়াতে যারা উস্কানি দিয়েছে তাদের সম্পর্কে পুলিশ বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। '