হাইপারসনিক পারবাণিক মিসাইল নয়, বরং মহাকাশ যানের পরীক্ষা চালাচ্ছিল চিন। গতকাল এমনই জানাল বেজিং। উল্লেখ্য, গতকাল ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়েছিল যে মহাকাশে উড়তে সক্ষম হাইপারসনিক পারমাণবিক মিসাইলের পরীক্ষা করেছে চিন। তবে সেই রিপোর্টকে উড়িয়ে দিল চিন। চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, 'এটি কোনও ক্ষেপণাস্ত্র ছিল না, এটি একটি মহাকাশ যান ছিল। মহাকাশযানের প্রযুক্তির ব্যবহারযোগ্যতা যাচাই করার জন্য এই পরীক্ষাটি নিয়ম মেনে করা হয়েছিল।' মহাকাশযানের যাত্রার খরচ কমানোর জন্য নাকি এই পরীক্ষা করা হয়েছিল। উল্লেখ্য, গতকালকের প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়, বেজিং গত অগস্ট মাসে একটি পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র মহাকাশে উৎক্ষেপণ করে। গোটা বিশ্বের একপাক খেয়ে চিনের মিসাইলটি লক্ষ্যবস্তু ভেদ করতে ব্যর্থ হয়। পৃথিবীকে নিম্ন কক্ষপথে প্রদক্ষিণ করে, মিসাইটলি লক্ষ্য থেকে ৩২ কিলোমিটার দূরে গিয়ে পড়ে।হাইপারসনিক গ্লাইড যানটি একটি লং মার্চ রকেটের সাহায্যে উতক্ষেপণ করা হয়েছিল। এই পরীক্ষণ অগস্টে করা হয়েছিল বিশাল গোপনীতা অবলম্বন করে। প্রতিবেদনে আরও বলা হয়, হাইপারসনিক অস্ত্রের বিষয়ে চিনের অগ্রগতিতে 'মার্কিন গোয়েন্দারা অবাক হয়েছেন।'