কোভিডের দ্বিতীয় ডোজ ও বুস্টারের মধ্যে যে সময়কালের ফারাক, তা কমিয়ে দেওয়া হল আন্তর্জাতিক সফরকারীদের জন্য। এদিন কেন্দ্রের তরফে এক সূত্র মারফৎ পাওয়া খবরে এই সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছিল। আপাতত এই ফারাক কমপক্ষে ৩ মাস বা ৯০ দিনের মধ্যে রাখা হয়েছে। তবে দেশের কোভিড নিয়ম বলছে, দ্বিতীয় ডোজ থেকে বুস্টার নেওয়ার মাঝে ৯ মাসের ফারাক রাখার নির্দেশ রয়েছে।
আগে মনে করা হচ্ছিল, সরকার এই মাঝের সময়কালের মধ্যে কাটছাঁটে ৯ মাস থেকে কমিয়ে তা ৩ মাসে করে আনার পথে হাঁটতে পারে। তবে এদিন এক সূত্র মারফৎ জানা গিয়েছে, যে কেন্দ্র সম্ভবত এমনই পথে হাঁটছে। সেখানে জানানো হয়েছে, যাঁরা বিদেশে যাচ্ছেন, বা আন্তর্জাতিক সফর করছেন, তাঁদের ক্ষেত্রে এই সমস্ত নিয়ম লাগু করা হতে পারে। তবে এবার থেকে ৯ মাসের ফারাকে নয়, বরং তার জায়গায় দ্বিতীয় কোভিড টিকা নেওয়ার পর থেকে ৩ মাসের মধ্যে এই বুস্টার ডোজ নেওয়া যাবে বলে শোনা যাচ্ছে। নেপালে চিনের তৈরি বিমানবন্দরে পা রাখবেন না মোদী! কোন পথে লুম্বিনী যাচ্ছেন তিনি?