হাইকোর্টগুলিতে প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে কেন্দ্রের কাছে আগেই সুপারিশ পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট কলেজিয়াম। তারপরও কেন্দ্র তাতে অনুমোদন না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছিল শীর্ষ আদালত। এনিয়ে গত শুক্রবার সরকারকে ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্ট। তারপরেই নড়েচড়ে বসল কেন্দ্র। অবশেষে দেশের ৮টি হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করল কেন্দ্র। শনিবার কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে ৮ টি হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগের কথা জানানো হয়। এর মধ্যে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। তাঁকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছে কেন্দ্র।
আরও পড়ুন: মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হতে পারেন ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, সুপারিশ কলেজিয়ামের
এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) অর্জুন রাম মেঘওয়াল এক্স হ্যান্ডেলে ৮টি হাইকোর্টে প্রধান বিচারপতি নিয়োগের কথা ঘোষণা করেন। তিনি লেখেন, ‘সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রপতি উচ্চ আদালতের ৮ জন প্রধান বিচারপতিকে নিয়োগ/বদলি করতে পেরে খুশি।’ সুপ্রিম কোর্ট কলেজিয়াম হাইকোর্টে প্রধান বিচারপতিদের নিয়োগ সংক্রান্ত সুপারিশ করেছিল ১১ জুলাই। এরপর ১৭ সেপ্টেম্বর কলেজিয়াম ৪ টি হাইকোর্টে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে কিছু পরিবর্তন করে।
কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্তরা হলেন-
১) বিচারপতি মনমোহন। তিনি দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁকে এবার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হল।
২) দিল্লি হাইকোর্টে আরও এক বিচারপতি রাজীব শাকধেরকে হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে।
৩) একইভাবে, দিল্লি হাইকোর্টের আরও এক বিচারপতি সুরেশ কাইতকেও মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে।
৪) কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায়কে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে।
৫) বম্বে হাইকোর্টের বিচারপতি নিতিন মধুকর জামদার কেরালা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন।
৬) বিচারপতি তাশি রাবস্তান এতদিন জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন। এবার তাঁকে সেখানকার স্থায়ী প্রধান বিচারপতি করা হল।
৭) বিচারপতি শ্রীরাম কালপতি রাজেন্দ্রন বোম্বে হাইকোর্টে ছিলেন। তাঁকে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে।
৮) এছাড়া, হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি এমএস রামচন্দ্র রাওকে ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বদলি করা হয়েছে।
হাইকোর্টগুলিতে প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে শুক্রবারের শুনানিতে কেন্দ্রের কাছে বিলম্বের কারণ জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দিয়েছিল। আইনজীবী হর্ষ বিভোরে সিঙ্ঘল সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে কলেজিয়ামের সুপারিশ মেনে বিচারপতি নিয়োগে কেন্দ্রকে সময় বেঁধে দেওয়ার আর্জি জানিয়েছিলেন। তাতে আপত্তি জানানোর চেষ্টা করেন অ্যাটর্নি জেনারেল। শেষে ৮ হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করল কেন্দ্র।